Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি, সাহিত্যিক সুব্রত মিত্রের কবিতা গুচ্ছ

সময়ের খাতাসুব্রত মিত্র
দেখতে দেখতে হয়ে গেল তেইশ বছরের সংগ্রামএই অযতনের কুণ্ডলীর গায়েই লেখা ছিল আমার নাম
আমি গভীরে ডুবে গিয়েও ভেসে উঠি চিরকালএই পাশবিক আচরণ;বিরামহীন আগ্রাসনএমন দ্বিচারিতায় হয় আমার আমন্ত্রণ
সুখে থাকে বাতাসের গণ্ডি,সুখে…

 


সময়ের খাতা

সুব্রত মিত্র


দেখতে দেখতে হয়ে গেল তেইশ বছরের সংগ্রাম

এই অযতনের কুণ্ডলীর গায়েই লেখা ছিল আমার নাম


আমি গভীরে ডুবে গিয়েও ভেসে উঠি চিরকাল

এই পাশবিক আচরণ;বিরামহীন আগ্রাসন

এমন দ্বিচারিতায় হয় আমার আমন্ত্রণ


সুখে থাকে বাতাসের গণ্ডি,

সুখের ঘরে অসুখের প্রদীপ ডুবে মরে

মানুষের জীবন নয় ফুটবল

তবু ফুটবল বানিয়ে কিছু লোক করে ফন্দি


বিশ্রাম কাড়ে পয়সাওয়ালা ফড়িং

অপকুণ্ঠ এই প্রতিনিধিত্ব

চাতুরতার কারসাজি সমাজকে করে প্রতিবন্দ

প্রতিরক্ষার প্রাদুর্ভাব এক অনুকম্পনের প্রতিবম্ভ

দেখতে দেখতে তেইশটা বছর হয়ে গেল এই সংগ্রামের ভূমিকম্প


এই কম্পমানের সমুদ্রে সময় ভাসায় আমায়

আমি ভেসেও ডুবে যাই;ডুবেও ভেসে উঠি;

লিপিবদ্ধ রাখি তাই জীবনের চড়াই উতরাই সময়ের খাতায়।

**********************

 আপন হতে পারিনি

সুব্রত মিত্র


রক্তের সম্পর্কগুলো সর্বদা হয়না ভালো

রক্তের সম্পর্কের গায়ে লেগে আছে স্বার্থ

ওরা এসে কত কথা বলে গেল সেদিন

যাদের তুমি আপন বলো তারা এরকমই রবে চিরদিন


আপন নামক এই গণ্ডি হতে আমি নিতে চেয়েছি নিস্তার

আপন হতে পারিনি কারোর;আপন হইওনি কখনো;কারণ,

আপন লোকেরাই আমায় ছুঁড়ে ফেলে দিয়ে করবে অপমানের বিস্তার


স্বপ্নময় প্রেক্ষাপট কখনো হয়ে ওঠে সংকট

বিদ্রুপ আর মনোমালিন্য;জীবন হয় ধন্য

আপনার হস্ত হতে ছুটে আসে দংশন

এক অদ্ভুদ সাহসের সাথে বলে ওঠে তুমি,তুমিই জঘন্য


আমি জানি।প্রদীপ নিভে গেলে সব আলো নিভে যাবে

হয়তো কোনোদিন আমার এই অন্ধকার জীবনেরই চৰ্চা হবে

তবু বদনামে প্রসারিত এই জীবন

আমি কখনো পারিনি কারোর কাছে আসতে;

কখনো পারিনি হতে কারুর আপন।

******************

: আত্মনিয়োগ

সুব্রত মিত্র


মধ্য রাতে এখন আর ঘুম ভাঙ্গেনা কারোর

ভূমিকম্প আর উত্থাল ঢেউ

আমাকে কম্পিত করেও করছেনা ভীরু


ঘর ভাঙ্গা ঘর খোঁজে

ঘর ভেঙে হাঁটে রোদে

কম্পিত কম্পন শোধনের প্রত্যাশায় য়ায় ধেয়ে ভাঙ্গন রোধে


গুরুগম্ভীর প্রত্যাবর্তন যেন সাজানো সম্ভার

পদচ্যুৎ হয় ভবিষ্যতের স্থায়িত্ব

লুন্ঠিত হয় জীবনের সংসার


ফুকো পাথরের সাথে তরলের হয়না যুদ্ধ,হয়না প্রতিদ্বন্ধ

রাত আমার প্রতিপক্ষ;রাতের আঁধার আমার সমকক্ষ

তাই ব্যবধান করিনি বিচার;আমি সচল;নাকি অন্ধ?