Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

।। সুনির্মল বসুর কবিতা।।।। ভালোবাসার রাজকন্যা।।
তোমাকে ভালোবাসি,এই কথা লিখি বলে,ওরা আমার কাছ থেকে আমার কলম কেড়ে নিতে চায়,অথচ, আমার কলম আমার একরাট সম্রাট,সে চলে তার নিজস্ব নিয়মে,কারো কথা শুনতে তার বয়েই গেছে।বুকের মধ্যে অনুক্ষণ …

 


।। সুনির্মল বসুর কবিতা।।

।। ভালোবাসার রাজকন্যা।।


তোমাকে ভালোবাসি,এই কথা লিখি বলে,ওরা আমার কাছ থেকে আমার কলম কেড়ে নিতে চায়,

অথচ, আমার কলম আমার একরাট সম্রাট,সে চলে তার নিজস্ব নিয়মে,কারো কথা শুনতে তার বয়েই গেছে।

বুকের মধ্যে অনুক্ষণ জলপ্রপাতের শব্দ শুনি, চোখের সামনে দেখি, মেঘের মিনার, মেঘের স্বপ্নপুরী,কেশবতী রাজকন‍্যা রাজপুরীতে ঘুমায়,

কী মায়াময় সেই মুখ,

আমি তো স্বপ্নের ফেরিওয়ালা,কী করে একা স্থির থাকি, ঝর্নার জলের শব্দ, পাহাড় নদী ও অরন‍্য বীথি, নীল আকাশ,গহীন গাঙের মাঝি মাল্লার ভাটিয়ালি সুর বাতাসে বাজে,

আর আমি রাজকন‍্যার রূপে বিভোর থাকি।

তার কানে ফিসফিস করে বলি,

তোমাকে ভালোবাসা জানাবার যোগ‍্যতা আমার নেই,

আমি তো রাজপুত্তুর ন ই,

আমার বিনীত অনুরোধ, আমি মারা গেলে, আমার সমাধিতে তুমি কি আমার জন্য রজনীগন্ধা পাঠাবে।

আমার কলম আমার একরাশ সম্রাট,

অবিরল জ‍্যোৎসনার মতো সে এই আদিগন্ত ছড়ানো ভালোবাসার কথা গোপন রক্তক্ষরণের কথা লিখে যাবে,

রাজকন‍্যার ভালোবাসা বেঁচে থাকবে

সবার উপরে।।