Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#শিরোনাম_শব্দচয়ন#পলি ঘোষ ✍️#তাং_২০.১১.২০২০
রমনের যোগ্যতা থাকলে "রমণী"লালায়িত যাকে দেখে ,সেতো" ললনা" কামভাব জাগলে "কামিনী"বিনোদনের জন্য "বিনোদিনী"মহলে থাকলে" মহিলা"গৃহেতে সে &quo…


 #শিরোনাম_শব্দচয়ন

#পলি ঘোষ ✍️

#তাং_২০.১১.২০২০


রমনের যোগ্যতা থাকলে "রমণী"

লালায়িত যাকে দেখে ,সেতো" ললনা" 

কামভাব জাগলে "কামিনী"

বিনোদনের জন্য "বিনোদিনী"

মহলে থাকলে" মহিলা"

গৃহেতে সে "গৃহিণী।"

ভদ্র যদি ,তিনি হন "বনিতা"

আর ঘর থেকে বেরলে আবার কি?

"বারবনিতা!"

যার কোনোই বল নেই তাকে "সবলা " বলা হবে নাকি!

আরে বাবা "অবলা".. মানানসই।

"সতী" "অসতী".... এ আর বলার কি?

ও, নারীরই প্রাপ্য!

পুরুষের হবে নাকি?

তার আবার কিসের দায়!

পতিতালয়ে গেলেও দুধে ধোওয়া তুলসী পাতা!

নারী একা একা নিজের যোগ্যতা অর্জন করেই

"বেশ্যা" হয়েছে!

"লক্ষ্মী ""অলক্ষ্মী ",বিধবা,""সধবা" সব নারীর ..

এর আবার প্রতিশব্দ কিসের?

ব্যকরণ ও ভীষণ ভালোবাসে নারীকে

একেবারে সিদ্ধহস্ত!

চোরের বাপের বড়ো গলা হয় নাকি...

"মায়ের"!

নারীরা বিয়েতে বসে পুরুষরা বসবে কেন?

ওরা যে বিয়ে করে!

ভাগ্যবান ...,বউ মরলে বিয়ে করতে পারবে যে!

অভাগারই গরু মরে...অর্থের ব্যাপার আছে না!

ভগিনীগণ সাবধান...

জিদ একেবারে নয়..

পুরুষরা বাদশা হলেও তুমি কিন্তু মাটিতে মিশবে

একেবারে..."বেশ্যা"!

নারীকে ধর্ষনের স্বীকার বলা হয় কি?

সে তো "ধর্ষিতা"!

আচ্ছা,দুর্ঘটনা সম্ভ্রম হারাতে পারে?

তাহলে "ধর্ষিতা "কেন?


নারী হোক বা পুরুষ,

শব্দচয়নে,

সম্মানসূচক শব্দ ব্যবহারে,ভাষাবিদ,কবিদের

অবদান উচিৎ নয় কি?

নারীর মেধা,গুন,ব্যাক্তিত্ব নিয়ে

সমার্থ শব্দ...

চয়ন করা উচিত নয় ?

যত দোষ মিডিয়ার !!!