Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা সম্মাননাকবিতার নাম --- বাসন্তীকালেখনী ---- ব্রতশ্রী বোসতারিখ --- ৫. ১১.২০২০
সবুজ হৃদয় হলুদ হলেই বলেছ , বাসন্তীকাআগামী ক'মাসে মুঠো ভরে তুমি উষ্ণতা মেপে দিওসম্বৎসরে এটুকুই পাওয়া বিক্ষত হতে থাকাদহনের পরে শীতল পরতে র…

 


দৈনিক কবিতা সম্মাননা

কবিতার নাম --- বাসন্তীকা

লেখনী ---- ব্রতশ্রী বোস

তারিখ --- ৫. ১১.২০২০


সবুজ হৃদয় হলুদ হলেই বলেছ , বাসন্তীকা

আগামী ক'মাসে মুঠো ভরে তুমি উষ্ণতা মেপে দিও

সম্বৎসরে এটুকুই পাওয়া বিক্ষত হতে থাকা

দহনের পরে শীতল পরতে রাতটুকু তো ঘুমিও ! !


আমি তো আমার শপথ রেখেছি , মুড়িয়েছি উত্তাপে

মনে মনে জানি জীবন কখনও কাটে না তো শোকগানে

তারা ভেবেছিলো চিরকাল শুধু অপমান ছুঁড়ে যাবে 

বিদীর্ণ হয়ে জয়ী আমি আজ পূর্ণ হওয়ার টানে .....


তবুও তো তারা ছুঁড়েছে নিদাঘ , মাখিনি তো গায়ে আমি

লজ্জাও নেই এই পোড়ামুখে ... বারবার ফিরে আসি

আবার ওড়াই বাসন্তী রেণু , ফের সরোবরে নামি ;

সিক্ত হয়েছি রিক্ততা মেখে , তবু বড়ো ভালোবাসি ! !