Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

গল্প-#স্মৃতিসুধায়_ভরা_ছোট্ট_স্পন্দন 
কলমে:সঙ্গীতা ভদ্র কর্মকার
         **********আজ নিশা ও সুমনের তৃতীয় বিবাহ বার্ষিকী। প্রতি বারের মতো নিশা এই বছর ও সকালে স্নানের পরে ,ঠাকুর ঘরে গিয়ে পূজো করে উঠে, প্রসাদ নিয়ে বাড়িতে সকলকে নিজের হ…

 


গল্প-#স্মৃতিসুধায়_ভরা_ছোট্ট_স্পন্দন 


কলমে:সঙ্গীতা ভদ্র কর্মকার


         **********

আজ নিশা ও সুমনের তৃতীয় বিবাহ বার্ষিকী। প্রতি বারের মতো নিশা এই বছর ও সকালে স্নানের পরে ,ঠাকুর ঘরে গিয়ে পূজো করে উঠে, প্রসাদ নিয়ে বাড়িতে সকলকে নিজের হাতে প্রসাদ দিয়ে তারপরেই রান্না ঘরে যায় আর চা বানিয়ে সকলকে দিয়ে- সুমনের চা ও প্রসাদ নিয়ে যখন আসে ঘরে তখনও সে দেখে তার বর মশাইটি ভোঁস ভোঁস করে নাক ডেকে ঘুমাচ্ছে;এদিকে ঘড়িতে তখন বেলা দশটা,,, পাশের টেবিলে রেখে সব কিছু,,

নিশা বলে ওঠে হায়রে "এ কি কুম্ভ কর্ণ, নিজের বিবাহ বার্ষিকীর দিনে কেউ এই ভাবে ঘুমাতে পারে.."  কি গো বলে সুমনের বুকের কাছে মুখটা রেখেছে যেই, সুমন তখনই নিশাকে জড়িয়ে ধরে ওষ্ঠাধরে চুম্বন দিতে যাবে আর নিশা চমকে ওঠে বলে-

"কি হচ্ছে সাত সকালে বাড়িতে সবাই দেখলে কি বলবে,তুমিও না"

..আর তখনই নিশার হাতে লেগে পাশের টেবিলে রাখা কাঁচের গ্লাস টা মেঝেতে পড়ে যায়,,আর নিশা ধর-ধরিয়ে ওঠে ও পাশে ঘুমন্ত তার দুই মাসের সন্তান কেঁদে ওঠে .. পাশের ঘর থেকে কাজের মেয়েটা ছুটে এসে বলে কি "হয়েছে দিদিমনি"।

মৃদু স্বরে নিশা বলে কিছুনা তুই যা,,আর দাদা বাবুর  ছবিটা ভালো করে মুছে দিস,,,আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল জানিস,,,বলে আর অঝোরে নিশার চোখ দিয়ে জল বেয়ে পরে..!

হ্যাঁ আজ আর সুমন নেই গত বছর দুর্গা পুজোর দশমীর দিনে সে এক দুর্ঘটনায় মারা যায়। 

আর , সুমনের একমাত্র স্মৃতি ছোট্ট 'শ্রেয়ান' ই  বাঁচার অবলম্বন নিশার ,,এ হয়তো ঈশ্বরেরই দান।