Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

" ধ এ ধনীর ধন"     - অরবিন্দ সরকারবহরমপুর,মুর্শিদাবাদ।
ধনপতি ধারা ,ধাওয়াপাড়ায় বাড়ি, ধানবাদে  থাকে ওরা।ধানি জমি মাঠময় , উঠান ধানের গোলায় ভরা।ধনদেবী ধনলক্ষীর পূজোয় বাড়ীতে সমাগম।ধরাছোঁয়ার বাইরে অতিথি নিমন্ত্রণ ও আ…



 " ধ এ ধনীর ধন"

     - অরবিন্দ সরকার

বহরমপুর,মুর্শিদাবাদ।


ধনপতি ধারা ,ধাওয়াপাড়ায় বাড়ি, ধানবাদে  থাকে ওরা।

ধানি জমি মাঠময় , উঠান ধানের গোলায় ভরা।

ধনদেবী ধনলক্ষীর পূজোয় বাড়ীতে সমাগম।

ধরাছোঁয়ার বাইরে অতিথি নিমন্ত্রণ ও আয়োজন।

ধনহীন লোকজন, তাদের জন্য জটপাকা খিচুরী,ধূমধামের  কাঙালীভোজন !

ধাত বোঝেন ধনকুবের, ধড়িবাজ তিনি !

ধবল লোকের স্থান, তাঁর ধরণীর।

ধন্যবাদ তাদের দেন,যাকে দিয়ে হবে ধনাগম।

ধনকুটুরি ধনে ভরি,ধনাহ্লাদে গড়াগড়ি, ধুতি পরিধান।

ধূপধূনো জ্বালি,ধাপ্পা খালি,বক্ ধার্মিক ধিক্কৃত ,নেই ধরাজ্ঞান।

নির্ধনের ধূমায়িত ক্ষোভ, ধনী ধূলিসাৎ হোক ,ছিটায়ে ধুলাপড়া,

ধৃষ্টতার হোক অবসান।