Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা - অন্বেষণকলমে - মৌমিতা ভট্টাচার্য্যতারিখ - 03.11.20
আপনার চোখে বহুবার দেখেছি আপনাকেসেথায় আমি চিরপুরাতন,বহুযুগের পরিচিত আমার সে আমিসে যে আমারই মতন।
জীবনটা অতি আলতো স্রোতে ভাসেওঠা - নামার দণ্ড ধরে সময়,আজ যা আছে, কাল তা অতীতআগা…

 


কবিতা - অন্বেষণ

কলমে - মৌমিতা ভট্টাচার্য্য

তারিখ - 03.11.20


আপনার চোখে বহুবার দেখেছি আপনাকে

সেথায় আমি চিরপুরাতন,

বহুযুগের পরিচিত আমার সে আমি

সে যে আমারই মতন।


জীবনটা অতি আলতো স্রোতে ভাসে

ওঠা - নামার দণ্ড ধরে সময়,

আজ যা আছে, কাল তা অতীত

আগামী শুধু মুচকি হেসে রয়।


বন্ধনের গ্রন্থিগুলো অদৃশ্যের হাত ধরে

আবেগী মন বিস্ময়ে হতবাক,

কিছু কথা নীরবতার ঘরে বসে

চেতনা বলে, তোরা চুপ থাক।


নিজেকে যখন দু'হাতে ভাঙিগড়ি

বিষণ্ণ মন বলে, কি প্রয়োজন!

আমার আমির চেয়ে নিকট কেই বা আছে,

মুক্ত হোক মিথ্যা মোহ - বন্ধন।