Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাংবাদিক অর্নব গোস্বামী কে পুলিশ আটক করলো

তরুন চট্টোপাধ্যায়অন্বয় নায়কের স্ত্রী জানালেন এতদিন বাদে পুলিশ সুবিচার করেছে। আপনারা কেউ অর্নব গোস্বামীর পাশে দাড়াবেন না। তাঁর মেয়ে ও সেই একই অনুরোধ করেছেন।আজ রিপাবলিক টিভির কর্ণধার অর্নব গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করা নিয়ে দেশ জু…

 

অর্নব গোস্বামী---- ছবি সংগৃহীত

তরুন চট্টোপাধ্যায়

অন্বয় নায়কের স্ত্রী জানালেন এতদিন বাদে পুলিশ সুবিচার করেছে। আপনারা কেউ অর্নব গোস্বামীর পাশে দাড়াবেন না। তাঁর মেয়ে ও সেই একই অনুরোধ করেছেন।

আজ রিপাবলিক টিভির কর্ণধার অর্নব গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করা নিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে।

আজ থেকে দু বছর আগে অন্বয় নায়কের মৃত্যু ও তাঁর মায়ের মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছে অনেক। জানা গেছে অন্বয় সুসাইড করেন আর তার মৃত্যু কালীন জবান বন্দিতে তিনজনের নাম লিখে যান। তার মধ্যে অর্নব ও একজন।

এ নিয়ে মামলা চলে বেশ কিছুদিন । তারপর অজ্ঞাত কারনে তা বন্ধ হয়ে যায় । পুলিশ আবার সেই মামলা পুনরায় শুরু করে।

অর্নব গোস্বামী একজন বড় মাপের সাংবাদিক ।রিপাবলিক টিভির কর্ণধার ও বটে।

কিন্তু আইনের উর্ধে তো কেউ নয়।

তিনি দোষী কি নির্দোষ এ নিয়ে সারাদিনই আলোচনা চলে।

মৃত ফ্যাশন ডিজাইনার অন্বয় নায়েকে স্ত্রী ও মেয়ে এই গ্রেপ্তারে খুব খুশি। তারা বলেন এই অর্ণবের জন্যই তাদের সংসারে এই নিয়তি চলে এসেছিল। আজও তাঁরা সুবিচারের আশায় দিন গুনছেন।