Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিষয় _ নিবন্ধনাম _ আত্মীয়     লেখিকা _ লিপিকা দত্ত সরকাররচনা কাল _ 7. 11. 2017তারিখ _ 12. 11. 2020 
" তু হি তো জন্নত মেরি,   তু হি মেরা জুনুন,   তু হি তো মন্নত মেরি,   তু হি রুহু কা শুকুন..." 
আমরা সবসময় আত্মীয় আত্মীয় …

 


বিষয় _ নিবন্ধ

নাম _ আত্মীয়     

লেখিকা _ লিপিকা দত্ত সরকার

রচনা কাল _ 7. 11. 2017

তারিখ _ 12. 11. 2020 


" তু হি তো জন্নত মেরি,

   তু হি মেরা জুনুন,

   তু হি তো মন্নত মেরি,

   তু হি রুহু কা শুকুন..." 


আমরা সবসময় আত্মীয় আত্মীয় আত্মীয় করে চিৎকার করি।

ইনি আমার আত্মীয়, উনি আমার আত্মীয় নয়। এঁদের প্রতি আমার কর্তব্য ও দায়িত্ব আছে। ওঁদের প্রতি কিছুই নেই। এই রকম কথা সবসময় শোনা যায়।

কিন্তু এই আত্মীয় কে?


আত্মার সাথে আত্মার মিল যাঁর সাথে বা যাঁদের সাথে হয়, তিনি বা তাঁরাই তো প্রকৃত আত্মীয়।


অপার্থিব জগতে পরমাত্মার সাথেই একমাত্র চিরস্থায়ী সম্পর্ক হয়, পরমাত্মাই একমাত্র আত্মীয়।


পার্থিব জগতে পিতা- মাতা ছাড়াও এমন কেউ এই বিশাল বিশ্বে অবশ্যই আছেন, যিনি বা যাঁরা প্রকৃত আত্মীয়।


শিশু যেমন ধূলোবালি মেখে নোংরা হলে, মা যত্নে পরিষ্কার করে বুকে তুলে নেয়, তেমনি শত অপরাধ করলেও যিনি  ভালোবাসা মসৃত শাসন দ্বারা বুঝিয়ে ও ক্ষমা করে তাঁর বিশাল হৃদয়ে টেনে নেয়, তিনিই আত্মীয়।


স্বপ্নেও যিনি অপমান করার কথা ভাবেন না, অপমান হলে যাঁর হৃদয় থেকে অবিশ্রান্ত ধারায় অশ্রু ঝরে পরে, তিনি অবশ্যই আত্মীয়।


কাছে বা সহস্র যোজন দূরে থাকলেও, কষ্টের কথা শুনলে বা ভাবলেও যাঁর হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, ঝরে পরে হৃদয়ের গভীরে অদৃশ্য রক্তধারা, তিনি প্রকৃত আত্মীয়।


অভূক্ত থাকলে একবিন্দু জলও যিনি গ্রহণ করেন না, যেমন করে হোক না খাইয়ে যিনি শান্তির নিঃশ্বাস ফেলতে পারেন না, তিনি সুযোগ্য আত্মীয়।


প্রকাশ করার সঠিক ভাষা না পেলেও, আনন্দের সংবাদে যিনি আত্মহারা হয়ে যান, আনন্দের খবরে নিজের আনন্দকে সহস্রভাবে প্রতিটি সৃষ্টির মধ্যে বিলিয়ে মাতোয়ারা হয়ে যান যিনি, তিনিই উপযুক্ত আত্মীয়।


রাগ হলে যিনি তাঁর মিষ্টি মধুর কথায় আর ভালোবাসায় এক মুহূর্ত রাগ ভাঙ্গিয়ে কাছে টানেন, তিনি সত্যিকারের আত্মীয়।


প্রিয়জন অসুস্থ হলে যাঁর কাছে এই বিশ্বব্রহ্মাণ্ড অন্ধকার হয়ে যায়, যিনি সবসময় নিজের সর্ব শক্তি দিয়ে ভালো থেকে আরো ভালো চিকিৎসকের সুচিকিৎসা দ্বারা সুস্থ করে তোলেন, তিনিই তো নিকট আত্মীয়। 


বিচ্ছেদের কথা ভাবলেই যাঁর কাছে সমস্ত পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, জীবন্ম্মৃত অবস্থায় বিরাজ করেন তখন যিনি, নিজের অস্তিত্ব পর্যন্ত বিসৃত হন যিনি, তিনিই তো হৃদয়ের আত্মীয়।


পরজন্ম বলে যদি কিছু থাকে এই বিশ্বচরাচরে, জন্ম জন্মান্তর ধরে যিনি জীবন সঙ্গী/ সঙ্গিণী করে পেতে আকুল প্রার্থণা জানান সর্বশক্তিমানের কাছে , তিনি তো পরমাত্মীয়।


*** পেয়েছো বন্ধু তোমরা, তেমন কারো সন্ধান??? 

অবশ্যই আছেই তিনি_

শুধু তোমার, একান্ত তোমার, তোমারই জন্য।


" তুঝমে রব দেখতা হ্যায়,

   ইয়ারা ম্যায় কেয়া করু,

   সাঁঝদে শর ঝুঁকতা হ্যায়,

   ইয়ারা ম্যায় কেয়া করু...."


***শান্তির সাথে সুস্থ থেকো বন্ধু।