Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

🍁তোমার প্রচ্ছায়া🍁
সূর্যটাও নাছোড়বান্দা হয়ে লেগে আছে আমার সাথে-বলল, তুমি নাকি আমার প্রচ্ছায়া হয়ে আমার সাথেই ঘুরছো পথে।কখনো লঞ্চঘাটে, কখনো রেল ষ্টেশনেকখনো হাট বাজার, অথবা ফুটপাতে।জানালা খুলতেই  কালো মেঘটাকে --দেখতে পেলাম। সে নাকি …

 


🍁তোমার প্রচ্ছায়া🍁


সূর্যটাও নাছোড়বান্দা হয়ে 

লেগে আছে আমার সাথে-

বলল, তুমি নাকি আমার প্রচ্ছায়া হয়ে 

আমার সাথেই ঘুরছো পথে।

কখনো লঞ্চঘাটে, কখনো রেল ষ্টেশনে

কখনো হাট বাজার, অথবা ফুটপাতে।

জানালা খুলতেই  কালো মেঘটাকে --

দেখতে পেলাম। 

সে নাকি অঝোর ধারায় ঝরবে আজ।

তারপর আমার চোখের লোনা জল হয়ে 

নদী নালা,  

খালবিল পেরিয়ে তোমার কাছে পৌঁছবে ।

সেই উষ্ণ লোনা জলে পা ডুবিয়ে  তুমি 

উষ্ণতা  খুঁজবে  কোন এক শীত সন্ধ‍্যায়।

একটা খবর শুনতে পেলাম  জনান্তিকে,

আকাশে আজ পূর্ণিমার চাঁদ ওঠেনি।

সে যাচ্ছে অনেক দুরে ---  তেপান্তরের মাঠে

সেখানে নাকি  অনেক জনে চরকা কাটে --

আকাশের রঙ, পাহাড়ের রঙ, নদীর রঙ , 

সবাই  তোমার  পছন্দের রঙে সুতো কাটছে।

বাতাসকেও দেখলাম খুব তর্ক করতে  ,

সে নাকি  আর পুবাল হাওয়ায় বইবে না,

বললো, আমি যাব উত্তরের শীত পাহাড়ে।

নিয়ে আসবো ভেজা হিমেল হাওয়া যতো,

নিম ফুলের গন্ধমাখা তোমার চুলের সুবাসে

ভরে যাবে  চারিদিক। সেই হিমে ভেজা গন্ধে

নাক ডুবিয়ে আমার অলস দুপুর ---

অজান্তেই কখন যেন  নিঝুম সন্ধ‍্যা হয়ে যাবে।


""""""""""""''''""""""""""""""""""""""""""""""""""""'''''''""""""""""''''''"'''"'''

🖊  রাজীব মুখার্জী🍁 ১১|১১|২০২০.🍁

"""""""""""""'"""""""""""""""""""""""""""""""""""''""""""""""""""""""""