Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

গদ্য কবিতা  -- চলো নির্বানে যাই শ্যামল ব্যানার্জী ২৬/১১/২০২০
মুখে ছাই মেখে প্রেম যখন সন্যাস নিলো,আমি তখন বালি স্তুপে মুখ গুজে উটের মতন কাটছি জাবর। আমার নৈর্ব্যক্তিক ধ্যান ধারনায় ফেনা ওঠা মুখে আর মানায় না কিছু।তাই, চলো যাই নির্বানে…

 


গদ্য কবিতা  -- চলো নির্বানে যাই 

শ্যামল ব্যানার্জী 

২৬/১১/২০২০


মুখে ছাই মেখে প্রেম যখন সন্যাস নিলো,

আমি তখন বালি স্তুপে মুখ গুজে উটের মতন কাটছি জাবর। 

আমার নৈর্ব্যক্তিক ধ্যান ধারনায় ফেনা ওঠা মুখে 

আর মানায় না কিছু।

তাই, চলো যাই নির্বানে

অগ্নি ধৌত হয়ে ফিরে আসি একবার,

তারপর, ভালোবাসার শ্রমিক হবো।

শূণ্যতেই শুরু শূণ্যতেই শেষ

মাঝখানে দুরূহ ইন্টিগ্রাল ক্যালকুলাস প'ড়ে থাকে

কিছু সাংকেতিক জীবন পর্ব নিয়ে,

কেউ জানেনা তার অংক কখনও মিলবে কিনা?

ভোরের অস্থায়ী ঠিকানা আমার সময়ের বাঁধ ভাঙ্গা স্রোতে,

ভেসে যাই সীমাহীন নাগরিক যন্ত্রনায় অসুখের ঘরে,

পাজরে পাজরে কষ্টের  অনুলিপি সংসার যেন করে।

সময়  নির্ঘণ্ট বেধে দেয়, ভালোবাসা নিলামের হাটে,

দর হাকে নির্লজ্জ  আরবী মানুষ,  স্বার্থের হেফাজতে। 

তাই বলি, চল যাই নির্বানে,

এ পৃথিবীর এখন ভীষণ অসুখ, অধর্ম চাদরে মোড়া, 

হাজার লক্ষ শকুনির আবহ সংগীতে ঘেরা।

চলো নির্বানে যাই,

অগ্নি ধৌত হয়ে ফিরে আসি একবার, 

তারপর, ভালোবাসার শ্রমিক হবো

এ পৃথিবীর বুকে,

পায়রার মতো খুঁটে খাবো ভালোবাসা যত,

মটির রসে তোমাতে আমাতে।