Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা বিভাগতপনকুমার বন্দ্যোপাধ্যায় ০৪/১১/২০২০১৮ই কার্তিক ১৪২৭
তুমি
আমার সম্পূর্ণ জুড়ে কে তুমি জাগাও?জল স্থল অন্তরীক্ষে তুমি বর্তমানঃতথাপি পুরুষ্টু মেঘ কিছু তো বোঝেনা--অকারণে আবির্ভাব শান্তি নিরসনে। ধনাত্মক ঋণাত্মক শক্তি প্রদর্শনেপৃ…

 


কবিতা বিভাগ

তপনকুমার বন্দ্যোপাধ্যায় 

০৪/১১/২০২০

১৮ই কার্তিক ১৪২৭


তুমি


আমার সম্পূর্ণ জুড়ে কে তুমি জাগাও?

জল স্থল অন্তরীক্ষে তুমি বর্তমানঃ

তথাপি পুরুষ্টু মেঘ কিছু তো বোঝেনা--

অকারণে আবির্ভাব শান্তি নিরসনে। 

ধনাত্মক ঋণাত্মক শক্তি প্রদর্শনে

পৃথিবী কাঁপাও কেন প্রবল গর্জনে?

কখনো কখনো তুমি নির্বিকার চিত্তে,

উদাসীন মচ্ছবের আগ্রহী পথিক।

দ্বৈতসত্তার ভূমিকা বোধেতে আসেনা।


সারিসারি বৃক্ষরাজি অপলক নেত্রে

দ্যাখে রূপালি সূর্যের গলে গলে পড়া...

শিকড় মাটিতে কিন্তু উচ্চাভিলাষী --


অনাবৃত সমুদ্রের ঢেউ ছোঁয় তটঃ

ভ্রমণ পিপাসু আমি বালুচরে মগ্ন।

অস্তিত্বের গভীরতা মুক্তি আবাহনে।


কপিরাইট তপনকুমার বন্দ্যোপাধ্যায়