কবিতা--গচ্ছিত স্মৃতি কলমে--চন্দন তুষার তপন ০৪/১০/২০২০তোমা নিকট গচ্ছিত রাখা কিছু থমকে দাঁড়ানো স্মৃতি ফাগুনে মনে বসন্ত পবনে আবিরে ওড়া আঁচলের টানে আকাশে গগনে গানে শিহরণে রঙে ভরণে প্রেমের বিস্তৃতি …
কবিতা--গচ্ছিত স্মৃতি
কলমে--চন্দন তুষার তপন
০৪/১০/২০২০
তোমা নিকট গচ্ছিত রাখা
কিছু থমকে দাঁড়ানো স্মৃতি
ফাগুনে মনে বসন্ত পবনে
আবিরে ওড়া আঁচলের টানে
আকাশে গগনে গানে শিহরণে
রঙে ভরণে প্রেমের বিস্তৃতি
কিছু থমকে দাঁড়ানো স্মৃতি!
বর্ণ বিবর্ণ হইবে তাহা জানি
আসিয়াছ কাছে বসিয়াছ ধনী
কারে দেখিবারে ফিরে ফিরে
কারে দেখি জাগিবে প্রভাত
ঘরে অনন্ত আনন্দঘন শিহরন
আমার গচ্ছিত রাখা প্রাণমন ।
শতেক মাঝের আনন্দধারা হতে
আমি দেখিয়াছি যারে। দানিবারে
হৃদয় আনন্দঘন বিভাবরী রাতে
দূরত্বের যাত্রী সেথায় আসি
রাঙিয়েছ তব রঙে রঙ মাখায়
আমারে ক্ষণেক তো ভালোবাসি
দূরত্বের যাত্রী নিকটে আসি।
সেই সকল স্মৃতি তোমারি দান
রাগ অনুরাগ এর যত অভিমান
বিরহ আনন্দ ব্যাকুলতা বিথী
পুরনো দিনের পসরা সাজানো
গীতি আমি গচ্ছিত রাখিয়াছি
রাখিয়াছি দানের দানির নিকট
থমকে দাঁড়ানো অচল স্মৃতি ।।
______________