Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা, শিরোনামে-নিঃস্বর্গ,কলমে-প্রদীপ মন্ডল,তারিখ-04/11/2020
পোড়া ধুপ ছাই,  গন্ধ আর নাই, পড়ে আছে অন্ধকারে !
একরাশ ধোঁয়া, উড়ে যে যাওয়া, উদাসীন,ঘোরে ফেরে !
ক্ষয়ে ক্ষয়ে ধুপ, নেই তার রূপ, ছাইটা ওড়েস্মৃতি পড়ে!
গন্ধ যে বিলিয়ে, গেছে যে মিলি…

 


কবিতা, 

শিরোনামে-নিঃস্বর্গ,

কলমে-প্রদীপ মন্ডল,

তারিখ-04/11/2020


পোড়া ধুপ ছাই,  

গন্ধ আর নাই, 

পড়ে আছে 

অন্ধকারে !


একরাশ ধোঁয়া, 

উড়ে যে যাওয়া, 

উদাসীন,

ঘোরে ফেরে !


ক্ষয়ে ক্ষয়ে ধুপ, 

নেই তার রূপ, 

ছাইটা ওড়ে

স্মৃতি পড়ে!


গন্ধ যে বিলিয়ে, 

গেছে যে মিলিয়ে, 

নিসর্গ ঐ,

বালুচরে !


প্যাকেটে ধুপটা, 

বেরিয়ে মুখটা, 

ভাবেনি তো,

পুড়ে যাবে !


ভালোবাসা প্রেম,

সব হারালেম,

সুগন্ধিটা,

পড়ে রবে!


একটুকু ছাই, 

উড়ে হাওয়ায়

দূরে দূরে,

নিঃস্ব হবে !