Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#শিরোনাম_নবান্ন#কলমে_পলি ঘোষ ✍️#তাং_৮.১১.২০২০
""নতুন ধান্যে হবে নবান্ন ,তোমার ভবনে ভবনে""...সোঁদা মাটির গন্ধে মিশেল নতুন ধানের ঘ্রাণ।মাদকতায় অঘ্রান.... অতিক্রম করা কি মুখের কথা!!ভূমিকেন্দ্রিক কৃষিপ্রধান সভ্যত…

 


#শিরোনাম_নবান্ন

#কলমে_পলি ঘোষ ✍️

#তাং_৮.১১.২০২০


""নতুন ধান্যে হবে নবান্ন ,তোমার ভবনে ভবনে""...

সোঁদা মাটির গন্ধে মিশেল 

নতুন ধানের ঘ্রাণ।

মাদকতায় অঘ্রান.... 

অতিক্রম করা কি মুখের কথা!!

ভূমিকেন্দ্রিক কৃষিপ্রধান সভ্যতার উৎসব

ফসলকেন্দ্রিক তো হবেই।

হেমন্তের বৈভবে ধানের ঘ্রানে অস্থির তো হবেই প্রকৃতি।

চরাচর ব্যাপী শূন্যতায় জল থৈ থৈ

গলে পরা মোম!

ধূপময় গন্ধে চারিদিক বুঁদ ।

শীতের অসারতাতে প্রকৃতি রুগ্ন হলেও

রাশি রাশি ভাড়া ভাড়া ধান!

যদিও পড়ে থাকে দাওয়াতে ,উঠানে,চাতালে....!

মুখে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের হাসি...!

থাকলেও...

চোখে কেন ঘুম নেই!

উৎসবটা যেখানে ফসল প্রাপ্তির

সাম্প্রদায়িকতা বিরোধী নয় কি...!