Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

যবনিকা শেষে...***@বিকে.অনন্যা চক্রবর্তী#
ঘুমের ওষুধ খাওয়ার অভ্যেস টা চলে গেছিল বেশ কিছুদিন যাবত,ক্ষত স্থানে বারংবার আঘাত সহ্য হয়নি,ডাক্তারের জবানিতে "ব্রেন ডেড"।যন্ত্র চালিয়ে বাঁচিয়ে রাখার বৃথা চেষ্টা,স্থির চোখের মণ…


 যবনিকা শেষে...***

@বিকে.অনন্যা চক্রবর্তী#


ঘুমের ওষুধ খাওয়ার অভ্যেস টা চলে গেছিল বেশ কিছুদিন যাবত,

ক্ষত স্থানে বারংবার আঘাত সহ্য হয়নি,

ডাক্তারের জবানিতে "ব্রেন ডেড"।

যন্ত্র চালিয়ে বাঁচিয়ে রাখার বৃথা চেষ্টা,

স্থির চোখের মণি'তে কার প্রতিবিম্ব রয়ে গেল কি জানি !! কিছুটা জল পড়লো কি গড়িয়ে ??

ধুস...লাশের খোঁজ কে রাখে।

অমনিই পড়ে থাক যতক্ষণ ধুকপুকুনি'টা না থামে !!

ভীষণ ব্যস্ততার ভিড়ে একটুকরো চন্দন কাঠ কেনা হলো না।

যাক গে...দেবে তো চুল্লিতে, বেকার খরচ বাড়িয়ে লাভ কি !!

সাতপাঁচ ভাবতে ভাবতে আচমকা চমকে ওঠে সবাই...একি ভয়ঙ্কর আওয়াজ !!

ছুটে যায় হিমশীতল কাঁচের ঘর কে লক্ষ্য করে...আশ্চর্য...এমন আবার হয় নাকি !!

শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আঁশটানি রক্তের গন্ধ, হৃদযন্ত্র'টা ফেটে চৌচির হয়ে পড়ে আছে মেঝেতে !! গা'টা কেমন গুলিয়ে উঠলো।

সাঙ্গ হলো প্রাণের মেলা..ঘটা করে গাড়ি সাজিয়ে ফুলের তলায় চাপা দেয়া হলো কালশিটে জমাট রক্ত !!

ধূপের গন্ধে ছেয়ে গেছে পুরো শ্মশান চত্বর, চুল্লি জ্বলে উঠল দাউ দাউ করে,

প্রশান্তির হাসি ফুটে উঠল জলন্ত দাবানলে !!

ঘুণাক্ষরেও কেউ টের পেল না ভগ্ন হৃদয়ের ইতিকথা।

আকাশের দিকে কুণ্ডলী পাকিয়ে উঠে যাচ্ছে কালো ধোঁয়া...যবনিকা শেষে এক নতুন গল্পের শুরু।@বিকে.অনন্যা চক্রবর্তী#