Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতার শিরোনামঃ অরণ্যরোদন।কলমে শামসুন নাহার।৮/১১/২০
আমারি অরন্যে দক্ষিণা পবণকাঁদিয়া কাঁদিয়া করে কত যে রোদন!কাহারে সেথায়,পাগলা হাওয়ায়ঘুরিয়া ঘুরিয়া,থামিয়া থামিয়া করে যে অন্বেষণ!
ওরে দক্ষিণা পবণ,কোথায় যাও,কোথায় হারাও?মানো নাতো শাসন ব…

 


কবিতার শিরোনামঃ অরণ্যরোদন।

কলমে শামসুন নাহার।

৮/১১/২০


আমারি অরন্যে দক্ষিণা পবণ

কাঁদিয়া কাঁদিয়া করে কত যে রোদন!

কাহারে সেথায়,পাগলা হাওয়ায়

ঘুরিয়া ঘুরিয়া,থামিয়া থামিয়া 

করে যে অন্বেষণ!


ওরে দক্ষিণা পবণ,

কোথায় যাও,কোথায় হারাও?

মানো নাতো শাসন বারন।

বলনা খুলে যত আছে,

মনেতে তোমার অব্যক্ত বেদন!


খাঁ,খাঁ করা নিঃশব্দ,মাঝেমাঝে বন্যেদের কূজন,

এই অরন্যে ফুটে কত ফুল,পাখি করে বিচরণ!

কেউ তো জানেনা এর গহীনে

আছে যে কত কষ্ট বেদন!


কত বুনো ফুল, কত বন্য পশুপাখি

সারাদিন করে লাফালাফি।

তারা সুখে আছে তাদেরই মতন।

কেউ বুঝেনা, কেউ শুনেনা,নিঃস্ব

নিষ্ফল আমার অরন্যরোদন!


সবুজমনে ছিল সবুজ শ্যমল বন

সারাদিন খেলতো গাইতো শূয়াচাঁন পাখি,করতো জ্বালাতন!

মনটা কেড়ে নিয়ে,কোথায় যে সে পালালো?

শূন্য শূন্য লাগে আর তো পড়েনা এই বুকে তার চরণ!