Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

*যেতে যেতে হারিয়ে যাই*            শ্যামলী পাল,৮/১১/'২০ইং
আমি যেতে যেতে হারিয়ে যাইএকমুঠো আগুন জ্বলতে জ্বলতে হলো ছাই আমি চাপা পরে আছি .আমি যেতে যেতে পথ হারাই আমি নতজানু হয়ে কেঁদে কেঁদে বলি সহযোগিতায় হাত , কেন না ধরলি।আমি ছো…

 


*যেতে যেতে হারিয়ে যাই*

   

            শ্যামলী পাল,৮/১১/'২০ইং


আমি যেতে যেতে হারিয়ে যাই

একমুঠো আগুন জ্বলতে জ্বলতে হলো ছাই 

আমি চাপা পরে আছি .

আমি যেতে যেতে পথ হারাই 

আমি নতজানু হয়ে কেঁদে কেঁদে বলি 

সহযোগিতায় হাত , কেন না ধরলি।

আমি ছোঁয়াছানি অস্পৃশ্যের গন্ধ পাই !!

কেউ এলো নারে দেখতে একবার

তোর কপালের শিরা উঠেছে জেগে 

তোর শরীরের জ্বরের মাত্রায় কেঁপে থরথর।

 আমি চাপা পরে আছি

 যেতে যেতে হারিয়ে যাই।


 আমার প্রায়শ্চিত্তে আমি নাই 

আমি অস্পৃশ্যের গন্ধ পাই।

 কূল নাই নাই পারের তরী কড়ি 

 আমি একা মনে নীরব শব্দ বুণি।

 আমি যেতে যেতে হারিয়ে যাই

একমুঠো আগুন জ্বলতে জ্বলতে হলো ছাই!!


শিরোনাম # *যেতে যেতে হারিয়ে যাই*

কলমে #শ্যামলী পাল 

তারিখ # ৮/১১/'২০ইং