Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#চিনতে_পারছো_কি ?
#সায়ন্তিকা 
আমরা পিচ্ছিল রাস্তার ধারে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছি যা কিছু ফেলে এসেছো , আজ সবটাই কেবল অভ্যাস 
কতবার যে মনে হয়েছে নিজেকে বদলে ফেলি ,ভালোবাসা নামক অসুখটা ততো বেশি আঁকড়ে ধরেছে ,আদিম হওয়া তো একটা নেশা !

 


 #চিনতে_পারছো_কি ?


#সায়ন্তিকা 


আমরা পিচ্ছিল রাস্তার ধারে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছি 

যা কিছু ফেলে এসেছো , আজ সবটাই কেবল অভ্যাস 


কতবার যে মনে হয়েছে নিজেকে বদলে ফেলি ,

ভালোবাসা নামক অসুখটা ততো বেশি আঁকড়ে ধরেছে ,

আদিম হওয়া তো একটা নেশা !


একে অপরের মুখোমুখি বসে হিসেব কষেছি ঠিক ভুলের ۔۔

জীবন মানে জটিল অঙ্ক !


তোমরা পারোনি কবি হতে ۔۔এটা তোমাদের সফল হওয়ার কারণ !


আমি কবি! ۔۔۔۔۔

তোমরা চিনতে পারছো কি ??


আমাকে আর আমি নামের শেষে পড়ে থাকা একটা ফাঁকা রাস্তার ঠিকানা ۔۔۔۔


শুধু জীবন নামের কবিতাতে ۔۔۔

*************************

 #মুক্তি 


#সায়ন্তিকা 


কতবার যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মেয়েমানুষটা ,

কতবার ছেলেটা পিচ্ছিল রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে গোলাপ ফুল ,

মাথার ক্লিপে আটকে থাকা মেঘ কখনোসখনো বৃষ্টি এনেছে প্রিয় ঋতুর মন۔খারাপে ۔۔۔

বোকা বাক্সে দেখেছি আমি তখন আবহাওয়ার খবর !


তোমরা বলেছিলে মেয়েটা সুখ পাইনি বলেই আজ কবিতা লেখে ,

যত্ত সব বেকার কাজ !

তার থেকে তো মানিয়ে নিয়ে একটু চললেই মিটে যেতো !


আমি কিন্তু সুখী !

আমার জন্য কতো পুরুষ প্রেমের কবিতা লিখতে পারে !

এটাই তো চেয়েছিলে তোমরা !

পুরুষ কবি! পুরুষ প্রেমিক !


হঠাৎ যদি মনে হয় কবিতা লিখবো ,

মধ্যরাতে ছাদে উঠে তারা গুনতে۔গুনতে মুঠোফোনটার লাস্ট সিনে দেখবো শেষ লেখাটা ۔۔۔

"একটু দেখতে ইচ্ছে করছে ۔۔۔۔۔۔"!


ঠিক তখনই তোমরা কোনো নারীর নগ্নতা দেখো ۔۔۔আড়াল থেকে !

বিলাসিতাটা না۔হয় আমার জন্যই থাক !


ভেবেছিলাম কোনো এক সময়ে একটা রূপকথা লিখে রাখবো তোমাদের জন্য ,

লোডশেডিং হলে হ্যারিকেন জ্বালিয়ে আমি দেখবো তোমাদের ভালোবাসা ۔۔۔

কিন্তু ভালোবাসার গ্যালারিতে শুধু লাস্ট সিনটাই আজ বিশ্বাস করো তোমরা !


ধরো , যদি হঠাৎ করেই কবিতা লিখতে ইচ্ছে হয়, 

খুব ঝড়ে একলা বেরিয়ে যেতে মন চায় ,

আমি অন্ধকারের দিকে এগিয়ে যাবো ۔۔۔


দূর থেকে ভেসে আসবে একটা গান ۔۔۔۔


"ওই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় ۔۔۔"!!