Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

নদী ও বুড়ো বট ===========বিকেলের ছায়া পড়েছিল কখন নদীর বুকে বুড়ো বটের ছায়া আশ্লেষে নদী ধরেছিলো জড়িয়ে টলমল করছিলো সে ছায়া জলের ঢেউয়ে মনে হচ্ছিলো এই আছে এই নেই ফেলবে হারিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যে নামে ধীরে ধীরে অন্ধকারে সে ছায়া যায় যে …

 


নদী ও বুড়ো বট 

===========

বিকেলের ছায়া পড়েছিল কখন নদীর বুকে 

বুড়ো বটের ছায়া আশ্লেষে নদী ধরেছিলো জড়িয়ে 

টলমল করছিলো সে ছায়া জলের ঢেউয়ে 

মনে হচ্ছিলো এই আছে এই নেই ফেলবে হারিয়ে 

বিকেল গড়িয়ে সন্ধ্যে নামে ধীরে ধীরে 

অন্ধকারে সে ছায়া যায় যে হারিয়ে 

                নদীও যে পারেনি বুঝতে 

তখন শিলীভূত পুঞ্জ পুঞ্জ অন্ধকার 

                               নদীর গভীরে !


শ্মশান যাত্রীরা শব বয়ে আনে নদীর পারে 

আমি তখন দাহকার্য দেখি এসে 

একটা জীবনের অন্তিম লগ্ন আসে কিভাবে !


সব শেষ হলে ছাইয়ে শীতল করা জল ঢেলে 

নাভি কুন্ডল মাটির সরায় ঢেকে 

                     সেই ভাসাবে জলে 

স্নান পর্ব শেষ হলে 

হরিধ্বনি দিতে দিতে ফেরা ঘরে 

আদ্যোপান্ত সব যাই দেখে !


ভোর হয় ধীরে ধীরে 

সময় চলে তার নিজস্ব ছন্দে !


শুধু বুড়ো বট ভাবে 

কোনোদিন কোনো হঠাৎ ঝড়ে 

যদি ভেঙে পড়ে তার ডালপালা পাতা ঝুড়ি নিয়ে 

ভেসে যাবে নদীর জলের স্রোতে ঢেউয়ে ঢেউয়ে 

শুধু ঢেউ আর ঢেউ , ঢেউয়ে ঢেউয়ে !!


পরাগ ভট্টাচার্য

14.11.2020