Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#মধ্যবয়স্কা পাগলি     অঞ্জনা চক্রবর্তী 
কেউ কখনো সিংহের কষ্টের কাহিনী লিখেছে? সবাই তো বীর শিকারির কাব্য কথা গেঁথেছে |কেউ কখনো মধ্য বয়স্ক মহিলার কথা ভেবেছে? হাসির আড়ালে করুণ কাহিনী লুকিয়েছে |যে মহিলা মন বোঝে , অঙ্ক …


 #মধ্যবয়স্কা পাগলি 

    অঞ্জনা চক্রবর্তী 


কেউ কখনো সিংহের কষ্টের কাহিনী লিখেছে? 

সবাই তো বীর শিকারির কাব্য কথা গেঁথেছে |

  

কেউ কখনো মধ্য বয়স্ক মহিলার কথা ভেবেছে? 

হাসির আড়ালে করুণ কাহিনী লুকিয়েছে |

যে মহিলা মন বোঝে , অঙ্ক বোঝে না 

সমাজ তাকে কাঁদিয়ে ছাড়ে, দেয় যন্ত্ৰণা |


মেয়েটা গেল পাগলামিতে, স্নায়ু অনিয়ন্ত্রিত 

একটা অপরিজিতা লতার মধ্যে, গীত রচিত |

অপরাজেয় তার নিখাদ মন , নেই ছলনা 

ভাবের জগৎ মূল্যহীন , কেউ শোনে না |


একটা ফুল হাতে নিয়ে , রাতের দিকে হেসে 

ভালোবাসা খুঁজতে গেল ওই আকাশে... ;

নির্ঘুম অন্ধকারে , তারা মিটমিট হাসে 

মেয়েটি যে পাগলী আজ , সিক তারের জালে |