Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

*শিশু  শ্রমিক অবলম্বনে* --------------------------------------কবিতা -- "অবিচার "কলমে -- ডাঃ সুভাষ চন্দ্র সরকার। 
*অবিচার************আমরা শিশু ;আছে অধিকার লেখা পড়ারঅধিকার আছে শুধু আইনের পাতায়, আমরা কাজ করি কারখানায়বাবুর ব…

 


*শিশু  শ্রমিক অবলম্বনে* 

--------------------------------------

কবিতা -- "অবিচার "

কলমে -- ডাঃ সুভাষ চন্দ্র সরকার। 


*অবিচার*

***********

আমরা শিশু ;আছে অধিকার লেখা পড়ার

অধিকার আছে শুধু আইনের পাতায়, 

আমরা কাজ করি কারখানায়

বাবুর বাড়িতে বা ইট ভাঁটায়,

শুধু বাঁচার  আশায়। 


পেনসিল ধরার হাতে 

পেটের তাগিদে কাজ করে যাই--

গ্রীষ্ম থেকে শীতে,

তাকিয়ে থাকি সম বয়সের 

বইয়ের ব্যাগ পিঠে; শিশুদের দিকে। 


কাজের ভুলে মালিকের গালি 

মালকিনের নিষ্ঠুর অত্যাচার, 

দুপুর রাতে পোড়া রুটি বাসিভাত 

এটাই  যেন আহার। 


কারো অনুগ্রহের আশায় বাঁচি না;

কাজ করে যাই লাগাতার, 

আমরা  যে শিশু শ্রমিক 

সহিতে  হয় নানা অবিচার।।