Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#শিরোনাম : #অনুভবে_তুমি#কলমে      : #অমিতাভ#তারিখ      : ১৬/১১/২০২০*****************************হৃদয়ের সুক্ষ্ম তারে ধ্রুপদী বেদনার সুর,নীল সায়াহ্নে মোহনার ধারে অহঙ্কারে পিচ্ছিল পাথর ,অভিমানের জলোচ্ছ্বাস সামলায়।
ভেবেছি কতো-দেখবো…

 


#শিরোনাম : #অনুভবে_তুমি

#কলমে      : #অমিতাভ

#তারিখ      : ১৬/১১/২০২০

*****************************

হৃদয়ের সুক্ষ্ম তারে 

ধ্রুপদী বেদনার সুর,

নীল সায়াহ্নে মোহনার ধারে 

অহঙ্কারে পিচ্ছিল পাথর ,

অভিমানের জলোচ্ছ্বাস সামলায়।


ভেবেছি কতো-

দেখবো তোমাকে! 

শুধু দূর খোলা জানালায়, যেখানে -

নীল আর সবুজের সমারোহে

মন্ত্র পরে দিগন্ত পুরোহিত!

আকাশ তার মসৃণ হাতে 

সীমান্তে সিঁদুর পরায় পৃথিবীর! 


আমার তো নেই রবির, 'মানসী',

'বনলতা সেন' কিংবা 'নীরা' 

আসেনি তো কাছে গঙ্গা,পদ্মা বা সিন্ধু।


ভেবেছি কত -

নীল পদ্মের ঝালর দেওয়া 

নীলিমায় ভেসে, 

তোমার সুকোমল দুহাতে 

রাখবো আমার দুহাত!

তার নিটোল চিবুকের 

লাবণ্যে ছোঁয়াবো 

আমার ব্যাকুল তর্জনী।


ভেবেছি কতো-

সোনার তারের কাজ করা

 দামি আলোয়ানের মতো 

গায়ে দেব তোমাকে!

খুলে ফেলবো প্রয়োজনে 

রেখে দেবো চন্দনের বাক্সে!


উষ্ণতা চাই! উষ্ণতা! 

আরো জড়িয়ে নিলাম

সুকোমল তোমার দুহাত !

তোমার রমনীয় লাবণ্যে

 বৈষ্ণব পদাবলীর

মাধুরী ঝরে তৃষ্ণার্ত 

প্রাণ মোহনার ধরে।


তুমি ছাড়া কে আমাকে এমন 

ধ্রুপদী রাগে বাজাতে পারে

 ইচ্ছের নিবিড় আঙ্গুলl

@অমিতাভ

১৬/১১/২০২০