Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_কবিতা #অরক্ষণীয়া#স্বরলিপি #তারিখ_১৭_১১_২০
প্রখরতার ঋতু শেষে রিমিঝিমি শ্রাবণও ঘরে ফিরল_দিন এল এখন মৃদু কম্পনের,উত্তুরে বাতাস শুরু হল আনাচে কানাচে-ভাস্করও এখন অলসতা মাখে-সবুজ ঘাসের ডগায় মাথা দোলায়স্ফটিকস্বচ্ছ শিশির কণা।কর্মমু…

 


#বিভাগ_কবিতা 

#অরক্ষণীয়া

#স্বরলিপি 

#তারিখ_১৭_১১_২০


প্রখরতার ঋতু শেষে রিমিঝিমি শ্রাবণও ঘরে ফিরল_

দিন এল এখন মৃদু কম্পনের,

উত্তুরে বাতাস শুরু হল আনাচে কানাচে-

ভাস্করও এখন অলসতা মাখে-

সবুজ ঘাসের ডগায় মাথা দোলায়

স্ফটিকস্বচ্ছ শিশির কণা।

কর্মমুখর প্রকৃতিও পক্ককেশী জবুথবু প্রৌঢ়া হয়ে ওঠে-

যেন আপন প্রতিবিম্ব দেখতে পাই - প্রতিনিয়ত।


উন্মাদনার পারদ আজকাল থার্মোমিটারের ঘর ছেড়েছে

সাংসারিক কুয়াশা ঢেকে দিয়েছে সবুজ আকাঙ্খাদের,

হারিয়েছে সেই পাগলামি-মাখা

এসপ্ল্যানেড-বাগবাজার ঘাট,

পথ ভুলেছে বিপাশা বইপাড়ার ফেলে আসা সুবাসে।


দিনের দীর্ঘসূত্রিতা দুর্নিবার ভাবনাদের

গলা টিপে ধরলেও;

তারা ডানা মেলে ধরে হেমন্তের পালাবদলের সাথে_

দায়িত্বের বেড়ি' একটানে ভেঙে ফেলে রক্তাক্ত হৃদয়...

মায়াবী সপ্তপর্ণী, ক্ষতস্থানে প্রলেপ লাগায়, আবেশ জাগায়_

খেজুর রসের মিঠে আবেশের অমোঘ আহ্বানের ন্যায়

গুটিগুটি পায়ে' প্রেম ডাক দিয়ে যায়, আবারও-

উষ্ণতার তীব্র লোভ জাগে

তৃষাতুর পলাশ-কটি জুড়ে_

আদরভূষণহীনা অভিমানী অপেক্ষা করে

রিক্ততা শেষে; উথলিত বসন্তের।।