Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দগ্ধতানূপুর পান্ডে
তোমার স্পর্শ জ্বলন্ত সিগারেটের মত আমাকে পুড়িয়েছে।সমস্ত রাত জেগে জেগে আমি নক্ষত্রের রোদন দেখেছি।বিশ্বাস কর এ দুচোখ দিয়ে একটু ও জল বের হয় নি,যা ছিল তা শুধু অগ্নি।যা আমাকে দগ্ধ করেছে অবিরত।রাতের ঘোর অন্ধকারে নিছিদ্…

 


দগ্ধতা

নূপুর পান্ডে


তোমার স্পর্শ জ্বলন্ত সিগারেটের মত আমাকে পুড়িয়েছে।

সমস্ত রাত জেগে জেগে আমি নক্ষত্রের রোদন দেখেছি।

বিশ্বাস কর এ দুচোখ দিয়ে একটু ও জল বের হয় নি,

যা ছিল তা শুধু অগ্নি।

যা আমাকে দগ্ধ করেছে অবিরত।

রাতের ঘোর অন্ধকারে নিছিদ্র প্রহরীর মত আমাকে জড়িয়েছে বিরহের অনলে।

অসহ্য ব্যর্থতা আমাকে নতুন করে মৃত্যুর অভিসার দেখিয়েছে।

সে মৃত্যু অভিমুখে আমি দেখেছি তোমার নগ্ন শরীর।

বিরুদ্ধ প্রেমানলে বারে বারে ধ্বংসের প্রতিকৃতি বিদীর্ণ করেছে আমার পোড়া অন্তর।

আমি থমকে গিয়েছি তোমার ক্রুদ্ধ রোষানলে,

পিছু ফিরে তাকায় নি একবার ও।

তবু ও তীব্র বেদনার অন্তজালে মৃয়মান জ্যোৎস্নার মত বিলীন হয়েছি রাত্রির বুকে।