কবিতা :তোমার নির্দেশ কলমে :শিউলি নন্দন ০৮/১১/২০২০
সীমারেখাটা টেনে দিলে বিস্তারিত কথার আগে , চৌকাঠ পার হবো না এ জীবনে ভাবতেই ব্যথা লাগে । নির্দেশ পালন করবো কিন্তু অক্ষরে অক্ষরে , দুহাত বাড়িয়ে থাকবে না কি মনের খোলা দুয়ারে ? বুকের ভি…
কবিতা :তোমার নির্দেশ
কলমে :শিউলি নন্দন
০৮/১১/২০২০
সীমারেখাটা টেনে দিলে বিস্তারিত কথার আগে ,
চৌকাঠ পার হবো না এ জীবনে ভাবতেই ব্যথা লাগে ।
নির্দেশ পালন করবো কিন্তু অক্ষরে অক্ষরে ,
দুহাত বাড়িয়ে থাকবে না কি মনের খোলা দুয়ারে ?
বুকের ভিতরে ধুকপুক করে একটি রক্তপিন্ড ,
এমন কোন কাজের জন্য দিও তাকে দন্ড ।
নরম হৃদয় বোঝে শুধু ভালোবাসার অনুভূতি ,
অহম্ এর আগুনে অকারণে তাতে কে দিলো ঘিতাহুতি ?
সাময়িক আঘাত পারবো করতে সহন তোমার জন্যে ,
নিজের ভুল শুধরে আমায় খুঁজবে এ জনারণ্যে ।
মন পড়তে এতো বড় ভুল করলাম কিভাবে ?
ধরা পড়ে নি এমন রূঢ়তা তোমার নরম স্বভাবে ।
ভুল তো শুধু ভুলই হয় শুধরে নাও না যতই ,
মানুষও আমি রক্ত মাংসের তোমারি মতোই ।