Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

চিরকুটবাপিতুই আজ কতদূরে।সাত সমুদ্র তেরো নদীর পারে।বাপি,কালী পুজো এসে গেছে।মনে পড়ে,কালী পুজায় তোরা বন্ধুরা মিলে কত আনন্দ করতিস।কতরং বেরঙের বাজি ফাঁটাতিস।সারা রাত ধরে ঠাকুর দেখতিস।বাবার সাথে ঘুরে ঘুরে কত খাবার কিনে খেতিস।তুই যে নীল…



চিরকুট

বাপি

তুই আজ কতদূরে।

সাত সমুদ্র তেরো নদীর পারে।

বাপি,কালী পুজো এসে গেছে।

মনে পড়ে,কালী পুজায় তোরা বন্ধুরা মিলে 

কত আনন্দ করতিস।

কতরং বেরঙের বাজি ফাঁটাতিস।

সারা রাত ধরে ঠাকুর দেখতিস।

বাবার সাথে ঘুরে ঘুরে কত খাবার কিনে খেতিস।

তুই যে নীল রঙের পাঞ্জাবিটা পছন্দ করতিস,

সেটা যত্ন করে তুলে রেখেছি।

এবার এলে,

বের করে দেবো তোকে,

তুই সেটা পরিস।

আয় না রে একবার বাপি।

তোকে খুব দেখতে ইচ্ছা করছে।

তুই নেই বাড়িটা খাঁ খাঁ করছে।

ভাল থাকিস বাপি।

তোর পথ চেয়ে আছি।

আমি ভাল আছি। 

                    ইতি

                       মা