Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

তুমি এসেছিলে  বেলা পড়ে আসাপড়ন্ত বিকেল কে সঙ্গী করে;হয়ত মনেও ছিল গোধূলির স্তিমিত আলোসাঁঝবাতি জ্বালানো ছিল ঘরের কোণেকিছু দূরত্ব কিছু ক্ষণিকের স্পর্শ!
চাওয়া পাওয়ার হিসেবেও বৃত্ত অসম্পূর্ণমনে রয়ে যায় আরও কিছু কি বাকি রয়ে গেল? …

 


তুমি এসেছিলে  বেলা পড়ে আসা

পড়ন্ত বিকেল কে সঙ্গী করে;

হয়ত মনেও ছিল গোধূলির স্তিমিত আলো

সাঁঝবাতি জ্বালানো ছিল ঘরের কোণে

কিছু দূরত্ব কিছু ক্ষণিকের স্পর্শ!


চাওয়া পাওয়ার হিসেবেও বৃত্ত অসম্পূর্ণ

মনে রয়ে যায় আরও কিছু কি 

বাকি রয়ে গেল? 

মধুর স্মৃতি বড় চঞ্চল বার বার

সরে যায় চঞ্চলা হরিণীর মতো‌।


ইমনের বিস্তার চলতেই থাকে

শুধু থামেনা রাগ আর সময়ের যুগলবন্দী!

আবারও হয়তো কোনো গোধূলি

অথবা দিনের শেষ ভাগের অপেক্ষায়

কিছু অধরা মুহূর্ত পাওয়ার আশায়!


#স্বরূপা