Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা :- ধর্ষিতার কান্নালেখক :- লাল্টু সেখতারিখ :- ০৮/১১/২০২০*********************
পথের পাশে কাঁদছে বসে ধর্ষিতা এক মেয়ে,মানুষ যত যে যার মতো,পেরিয়ে যাচ্ছে অবিরত,ডাকে না কেউ কাছে তারে আপনজনা হয়ে।থুতুর ঘৃণা ফেলছে মুখেবুঝছে না কি জ্…

 


কবিতা :- ধর্ষিতার কান্না

লেখক :- লাল্টু সেখ

তারিখ :- ০৮/১১/২০২০

*********************


পথের পাশে কাঁদছে বসে ধর্ষিতা এক মেয়ে,

মানুষ যত যে যার মতো,পেরিয়ে যাচ্ছে অবিরত,

ডাকে না কেউ কাছে তারে আপনজনা হয়ে।

থুতুর ঘৃণা ফেলছে মুখে

বুঝছে না কি জ্বালা বুকে,

ধন্য মানব-----,  ধন্য সমাজ-----,

প্রণাম তাদের পায়ে। 


ওগো মেয়ে----, আর কেঁদোনা বাঁচতে তোমার হবে, 

মনের কালি ফেললে মুছে নতুন জীবন পাবে।

ভুলে গেলে চলবে না আজ তুমি মায়ের জাতি, 

যুগে যুগে পাক পবিত্র , সদাই তুমি সতী। 

জন্ম দিয়ে সৃষ্টিটাকে তুমিই ধরে রাখো,

ভালবাসার পরশ হয়ে ছেলের বুকে থাকো।

মায়ের আদর, বোনের স্নেহ, মেয়ের মিষ্টি কথা ,

প্রেমিকা হও প্রেমের রাজে, প্রেম হৃদয়ে গাঁথা 

চাঁদেরও কলঙ্ক  আছে, তবুও কিন্তু লোকে,

ভালবাসা পায় সকলের , ভক্তি ভরে ডাকে।

দুঃখ ব্যথা স্মৃতি ভুলে কর্মের সাথী হও ,

কর্ম দিয়ে তোমার আলো জগতে ছড়াও।


দুখের পাশে সুখ থাকে আর আলোর পাশে আঁধার, 

মানব মাঝে তেমনই আছে মানবরূপী আকার। 

পৃথিবীতে জীবের সৃষ্টি আছে যতদিন,

অসভ্য এই পশু গুলো রইবে ততদিন। 

কতই যে সম্পর্ক আছে পুরুষ নারীর মাঝে,

সে সব কথা ভুলে ওরা ভোগের পণ্য ভাবে। 


সর্বশেষে  বিধির কাছে প্রার্থনা জানাই,

নরকের কীট  ঘৃণ্য  যেন শুভ বুদ্ধি পায়।