Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা : পৃথিবীর সব আশ্রয়কেইকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২২ , ১১ , ২০২০
পৃথিবীর কোন পান্থশালাকেই আজ আর ,নিরাপদ আশ্রয় ভাববার কোন অবকাশ নেই ;কারণ , আমাদের সকলের রক্তেইঅবিশ্বাস্য অবিশ্বাস ও সংশয়ের যে বিষরক্তের থেকে রক্…

 


কবিতা : পৃথিবীর সব আশ্রয়কেই

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ২২ , ১১ , ২০২০


পৃথিবীর কোন পান্থশালাকেই আজ আর ,

নিরাপদ আশ্রয় ভাববার কোন অবকাশ নেই ;

কারণ , আমাদের সকলের রক্তেই

অবিশ্বাস্য অবিশ্বাস ও সংশয়ের যে বিষ

রক্তের থেকে রক্তে সঞ্চালিত হচ্ছে অহর্নিশ ,

অথবা রাবণের চিতায় দিয়েছে অগ্নি জ্বেলে ,

তাতে ,তেমনি হিঙে ,হাঁ-ডুডু , কিম্বা ডাংগুলি খেলে,

নষ্ট না করে একবেলা , দিবারাত্র কেবলই ছুটছি

তেমনি সেই এক স্বর্ণহরিণের পিছে ;

এবং তাই পৃথিবীর কোন্ পাষাণের নিচে ,

কোন্ অন্ধকারে--কত কান্না গোঙায় ,

দু'পায়ে দলে গেছি সব--চূড়ান্ত অবজ্ঞায় ।


তাই , হেমন্তের ধানতোলা শূন্যমাঠে

ভোকাট্টা যেমন খেলি না কেউ , তেমনি

চড়ুইভাতিও করি না পাড়াসুদ্ধ একসাথে ।

পরিবর্তে এসেছে পিকনিক , 

সারি সারি ম্যাটাডোর ,

উদ্দাম নৃত্যের তালে উদ্দাম সঙ্গীত , 

এবং রাম আর হুইস্কির গা-গোলনো হুল্লোড় ।


আজ আর তেমন করে , গ্রামে কিম্বা শহরে

দুয়ারে কিম্বা উঠোনে বিছানা পেতে--একঘুমে

রাত কাবার করতে পারি না কেউ ;

আমাদের রক্তের ভিতরে তোলপাড় করছে

উদ্দাম অবিশ্বাসের ঢেউ ।

হাতের বালিশে মাথা রেখে শুয়ে থেকে ফুটপাতে

নিশ্চিন্তায় ঘুমিয়ে রাতটাকে কাটাবো যে ,

ভরসা নাই , পারি না তা' ;

কি জানি কে কখন এসে থেঁতলাবে মাথা ।

অথবা বন্ধু হয়ে কে কখন গাঁট নেবে কেটে , 

এই ভয়ে আমরা প্রত্যেকের কাছে প্রত্যেকে

বুকের কপাট বন্ধ রাখি ;

পড়ে থাকি দ্বীপে দ্বীপে নির্বাসিত নির্যোগ একাকী ,

বেঁচে থেকে মরে ,

আত্মসর্বস্বতার নিস্তব্ধ অন্ধ বিবরে ।


আমরা তাই গলিপথে একলা চলতে ভয় পাই ,

কারও কাছে পথের সন্ধান নিতে ভয় পাই ,

কারও সাথে পথ চলতে ভয় পাই ,

পাশে বসে কেউ আলাপ জমালে , অথবা

বন্ধুভাবে কেউ হাত বাড়ালেও ভয় পাই ।

বাতাসে ভাম কটাসের গায়ের কটু গন্ধ যেমন পাই ,

তেমনি হায়নাচরা রাতে কেউটে ও খরিসের

 হিসহিস শব্দও শুনি ।

আমরা প্রেত-অন্ধকারে প্রতিমুহূর্তের ভয় , আর

সংশয়ের আগুনে যত জ্বলছি ,ততই 

পৃথিবীর সব আশ্রয়কেই

মনোহরদাস কাটরার মতো এক একটা

ঘুমন্ত জতুগৃহ বলে মনে হচ্ছে ।

-------------------------------------------------------------