Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিবেশ সুস্থ রাখতে রোগীর পরিবারকে গাছের চারা দান

অরুণ কুমার সাউ, তমলুক: মনের চিকিৎসার জন্য এসে ফেরার সময় নিয়ে যাচ্ছেন একটি করে ফলের গাছ। খুশিমনে রোগীর পরিবার নিচ্ছেন সেই গাছ। একদিকে ডাক্তার বাবুর কাছ থেকে মন সুস্থ রাখার পরামর্শ পাচ্ছেন অপরদিকে পরিবেশ সুস্থ রাখার বার্তা। অরণ্য…


অরুণ কুমার সাউ, তমলুক: মনের চিকিৎসার জন্য এসে ফেরার সময় নিয়ে যাচ্ছেন একটি করে ফলের গাছ। খুশিমনে রোগীর পরিবার নিচ্ছেন সেই গাছ। একদিকে ডাক্তার বাবুর কাছ থেকে মন সুস্থ রাখার পরামর্শ পাচ্ছেন অপরদিকে পরিবেশ সুস্থ রাখার বার্তা। অরণ্য সৃজনের উদ্দেশ্যে পুর্ব মেদিনীপুর জেলার তমলুকের স্নায়ু ও মানসিক বিভাগের ডাক্তারবাবু অলোক পাত্র প্রতিবছর তিন মাস ধরে রোগী ও তার পরিবারের হাতে গাছের চারা তুলে দেন। রোগীর পরিবারের লোকজন সেই গাছ নিয়ে গিয়ে নিজেদের জায়গায় লাগান।


  প্রতি বছরের মতো ১৪ জুলাই রাজ্যজুড়ে শুরু হলো বনমহোৎসব। এ উপলক্ষে, শিক্ষাঙ্গন, বিভিন্ন ক্লাব সমাজসেবী সংস্থা, বৃক্ষরোপণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে।

বিনামূল্যে চারা বিতরণ করা হবে রাজ্যের বনদপ্তর অধিকৃত নার্সারিগুলিতেও। সেই সাথে তাল মিলিয়ে ডাক্তারবাবুর চেম্বার থেকে পাওয়া যাচ্ছে জনপ্রতি একটি করে গাছের চারা। তিনি কিছুদিন আগে থেকেই এই চারাগাছ প্রদানের কাজটি শুরু করেছেন। তমলুক বাসী বিভাস সামন্ত বলেন, ডাক্তারবাবু প্রতিবছর গাছ দান করেন। গত বছর ১৫ আগস্ট চারা গাছ নিয়ে গেছিলাম। আজ অনেক বড়ো হয়েছে ।


তিনি চিকিৎসা কর্মে যুক্ত থাকার ফলে তমলুকে থাকলেও বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মান্দারগাছিয়া গ্রামে। ছোটবেলা থেকেই গ্রামের পরিবেশে মানুষ। গ্রামের মানুষই তার প্রিয়জন। আজও রথযাত্রা কিংবা গ্রামের কোন অনুষ্ঠানে ছুটে যান সবার সাথে মিলেমিশে একাত্ম হয়ে থাকার জন্য। ডাঃ অলোক পাত্র ভালবাসেন সঙ্গীত চর্চা করতে। গান লেখেন। তার লিরিক্স এ গান গেয়েছেন স্বনামধন্য সংগীত শিল্পী সব। শিল্পীদের তালিকায় রয়েছেন-মনোময় ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তী, শুভমিতা ব্যানার্জি, রূপঙ্কর বাগচী, পরীক্ষিত বালা, সূর্য ভট্টাচার্য, সপ্তক ভট্টাচার্য অভিষেক ব্যানার্জি সহ অন্যান্য কলকাতার সংগীত শিল্পী। ডাঃ অলোক পাত্র বলেন “ পরিবেশ ও মন সুস্থ রাখার জন্য বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করা খুব প্রয়োজন।গাছ পরিচর্যা করার সময় অনেক দুশ্চিন্তা দূর হয়। মন ভালো থাকে। পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের সবার, তাই সবাই এগিয়ে এলে পরিবেশ সুস্থ থাকবে। আর সুস্থ থাকবে আমাদের মন।" ডাক্তারবাবুর এমন কাজে প্রশংসা করে সুমন মাইতি বলেন, “প্রকৃতিকে রক্ষা করার জন্য এক জন চিকিৎসকের এই মহান সিদ্ধান্তকে জানাই অন্তরের গভীর থেকে কুর্নিশ",।