Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#কবিতা#আমার_হৃদয়_তোমার_জন্য#সুদেষ্ণা_রায়লাইনসংখ‍্যা-- ১২
ভালবাসার একটা গোটা আকাশ বন্দী করেছিলাম আমার মনে, শুধু তোমার জন্য।
সাতটা সাগর ছেঁচে আনা মুক্তো একটা একটা করে গেঁথে বানিয়েছিলাম যে কণ্ঠহার, সেও শুধুই তোমার জন্য।
ছন্দ যখন করেছে…


 #কবিতা

#আমার_হৃদয়_তোমার_জন্য

#সুদেষ্ণা_রায়

লাইনসংখ‍্যা-- ১২


ভালবাসার একটা গোটা আকাশ বন্দী করেছিলাম আমার মনে, শুধু তোমার জন্য।


সাতটা সাগর ছেঁচে আনা মুক্তো একটা একটা করে গেঁথে বানিয়েছিলাম যে কণ্ঠহার, সেও শুধুই তোমার জন্য।


ছন্দ যখন করেছে আড়ি, ডায়েরির পাতায় তখনো কেটেছি আঁকিবুকি, শুধু তোমাকে দিতে কবিতার উপহার।


আমার ঘরের যে আয়নায় ধুলোর প্রলেপ জমেছে, সেই আয়নাটা জানে, কতবার তোমাকে বলতে চেয়েছি, " আমি শুধুই তোমার"।


আমি ভোরের শিশির হতে চেয়েছি শুধু তোমার পায়ে চুম্বনের আলপনা আঁকব বলে।


আমি আকাশের তারা হতে চেয়েছি, নিস্তব্ধ রাতে, নিভৃতে, তোমাকে একটু দেখব বলে।


ভেবেছিলাম, বেতাজ বাদশা হব একদিন, তোমার মনের ভিতরকার মনের সাকিন খুঁজে পেলে।


ময়ূরসিংহাসনে বসা শাজাহান সেজে ঐ তাজমহলটাও নাহয় দিতাম তোমার দুহাতে তুলে।


তুমি চাইলে, কাঙালের মতো চাইলে, হাত পেতে আমাদের বিচ্ছেদটুকু ভিখারীর মতোই, তুমি চাইলে।


আমি সেই পুরনো, বহু ব‍্যবহারে জীর্ণ, ক্লিশে কথাটাই আবার বললাম, " তুমি চাইলে কী না দিতে পারি আমি!"


তারপর, আমার হৃদয়ের অন্তর্মহল থেকে আহত, রক্তাক্ত হৃদয়টাকে শিকড় উপড়ে তোমার হাতে এনে দিলাম।


আমার সমস্ত আমিটুকু হঠাৎ যখন 'নেই' হয়ে গেল, তখনো আমি তোমার দিকে চেয়ে হেসেছিলাম, শুধুমাত্র তোমার ই সুখের জন‍্য।।