Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভোর :—আমার দরজায় দিন আসে,রোদের গন্ধে,বিভোর আশ্বাসে,নিবিড় বিষন্ন রাত্রির ঘরে,করাঘাত করে,দ্বন্দ্বের দহনে বেলা বয়ে যায়,আমার দরজায় দিন আসে,প্রত্যাখ্যানের বাতাসে,দিন ফিরে যায় ! 
আমার উঠোনে দিন আসে,স্রোতে বিভোর নদীটার পাশে,বার্তাহীন ছ…

 


বিভোর :—

আমার দরজায় দিন আসে,

রোদের গন্ধে,বিভোর আশ্বাসে,

নিবিড় বিষন্ন রাত্রির ঘরে,

করাঘাত করে,

দ্বন্দ্বের দহনে বেলা বয়ে যায়,

আমার দরজায় দিন আসে,

প্রত্যাখ্যানের বাতাসে,

দিন ফিরে যায় ! 


আমার উঠোনে দিন আসে,

স্রোতে বিভোর নদীটার পাশে,

বার্তাহীন ছুটে আসা ঝড়ে,

সুখেরা মরে,

উজান বেয়ে, আশা ভেসে যায়,

আমার উঠোনে দিন আসে,

হলদেটে ঘাসে,

দিন ঝরে যায় !


আমার বাগানে দিন আসে,

ভোরের ঠোঁটে,ফুলের সুবাসে,

তপ্ত দুপুরের নিরাশার ভারে,

পাপড়ি ঝরে,

বিহ্বল ভ্রমর ফেরে সন্ধ্যায় 

আমার বাগানে দিন আসে,

ব্যর্থ আশ্বাসে,

দিন মরে যায় !


আমার দরজায় দিন আসে,

আশা নিরাশার আশঙ্কার ত্রাসে,

তন্দ্রাহীন রাত্রির ঝরা দীর্ঘশ্বাসে,

বিবর্ণ আলো, বিষন্নতায় ভাসে,

ক্লান্ত মনের ভ্রান্ত দিক্ নির্দেশিকায়,

আমার দরজায় দিন আসে,

দিন ফিরে যায়,

বিভোর আশাহীনতায় !!


দেবাশিস্ বসু


📙📘📗📕