Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মন কেমনের মেঘলা দিনে
©আকাশ দত্ত
আজ মেঘ করেছে শহর জুড়ে আঁধারে ঢেকেছে রাজপথ ,শীতল বাতাস বইছে চারিদিকে আজআমার শূন্য ঘরে শুধুই দমকা হাওয়া ।মেঘেরা আজ ভাসিয়েছে ভেলাআলো ফুরিয়ে অন্ধকারের লুকোচুরি খেলা ,ওই দেখা যায় বৃষ্টি নেমে এলোশূন্য ঘরে …

 


মন কেমনের মেঘলা দিনে


©আকাশ দত্ত


আজ মেঘ করেছে শহর জুড়ে 

আঁধারে ঢেকেছে রাজপথ ,

শীতল বাতাস বইছে চারিদিকে আজ

আমার শূন্য ঘরে শুধুই দমকা হাওয়া ।

মেঘেরা আজ ভাসিয়েছে ভেলা

আলো ফুরিয়ে অন্ধকারের লুকোচুরি খেলা ,

ওই দেখা যায় বৃষ্টি নেমে এলো

শূন্য ঘরে আজ একলা আমি নেই কোনো আলো ।

আমার শহর ভিজবে এবার বৃষ্টির ছন্দে

চারিদিক স্নিগ্ধ হবে ভালোবাসার গন্ধে ,

একলা আমি শুধু দেখবো আলো আঁধারির খেলা

অন্তরের স্মৃতি দিয়ে সাজাবো অনুভূতির মালা ।

কথা ছিল আসবে তুমি বৃষ্টি দেখবো একসাথে

বৃষ্টি তো তুমি খুব ভালোবাসো বলতে আমায় ,

অপেক্ষায় ছিলাম তোমার হারিয়ে গেলে কেন

আজ  বৃষ্টি নেমেছে কিন্তু থমকে গেছে সময় ।

জানো আজ আবার মেঘলা হয়েছে গোটা আকাশ

পাখিগুলো ফিরে যাচ্ছে সব নিজেদের বাসায় ,

সবাই ফিরছে ঘরে শুধু একলা বসে আছি আমি

তোমাকে একটাবার শুধু দেখবার আশায় ।

বড্ড একলা আমি আজ মন কেমনের দিনে

আমার স্বপ্নগুলো রয়েছে শুধু তোমায় ঘিরে ,

তোমাকে জানো খুঁজে বেড়াই প্রিয় প্রতি মুহূর্তে

আসবে কি তুমি আমার কাছে ফিরে ।