Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ কবিতাশিরোনাম-- কণ্টকাকীর্ণ জীবন।কলমে-গীতা লোধ২৪/১১/২০২০
ছোট থেকেই স্বপ্নের গাঁথা মালাবড় হতে হতে কিছু ছিঁড়ে ফেলা।স্বপ্নেরা আধ পথে ঘুরে দাঁড়ায়,অভাবী সংসার স্বপ্নেরা ও ছেড়ে যায়।
অশ্রু সিক্ত বুক বেয়ে ভাবনা ঝরে যায়,পিতৃ বাঁধন …


বিভাগ কবিতা

শিরোনাম-- কণ্টকাকীর্ণ জীবন।

কলমে-গীতা লোধ

২৪/১১/২০২০


ছোট থেকেই স্বপ্নের গাঁথা মালা

বড় হতে হতে কিছু ছিঁড়ে ফেলা।

স্বপ্নেরা আধ পথে ঘুরে দাঁড়ায়,

অভাবী সংসার স্বপ্নেরা ও ছেড়ে যায়।


অশ্রু সিক্ত বুক বেয়ে ভাবনা ঝরে যায়,

পিতৃ বাঁধন ছুটে কাঁধে ভাই বোনের দায়।

জীবন ছুটিয়া বেড়ায়,

সংসার কীভাবে টিকিয়ে রাখা যায়।


সঙ্গীরা সব সরকারি চাকুরীরত

জীবন পুর্নাঙ্গ শৌখিন গুছানো যে যার মত।

আঁধার পথে চলা দিবারাতি,

কোন ভাবে বিভাভরী আসে যদি।


পেটে পেলে পিঠে সয় কি বিস্ময়,

দুঃখের জীবনে উজ্জ্বল স্থান দেয় যদি দয়াময়।

রোলগোল্ড সোনার বদলে গয়না,

পুরনো প্রেম ও বন্ধু হয়না।


ছয় ঋতুই সওগাত আনে উদাসীন,

কন্টকাকীর্ণ জীবন পথ দিশাহীন।

বাঁধাআছে গৃহায়ন শুধু মায়াঘর,

মাটির আঁচল আছে সাথে উপর নীলাম্বর।;