#নির্মাল্য
মোরাম বিছানো রাস্তাটা যেন অনাদরে বহুকাল...!কতদিন আসেনি কেউ....কোথাকার এক গভীর অসুখ ছুটি দিল অনেক কিছুকে...।
ভালবাসার কত অঙ্গীকারএই পথ ধরেই কথা দিয়েছিল একে অপরকে....!সময় বয়ে যায় .... স্থবির জীবনযাপনেওকোথাও যেন চঞ্চল…
#নির্মাল্য
মোরাম বিছানো রাস্তাটা
যেন অনাদরে বহুকাল...!
কতদিন আসেনি কেউ....
কোথাকার এক গভীর অসুখ
ছুটি দিল অনেক কিছুকে...।
ভালবাসার কত অঙ্গীকার
এই পথ ধরেই কথা দিয়েছিল একে অপরকে....!
সময় বয়ে যায় .... স্থবির জীবনযাপনেও
কোথাও যেন চঞ্চলতা!মন পরিবর্তন হয়,
ভালবাসা রয়ে যায় আদি অকৃত্রিম.... শুধু বদলে যায় মানুষ....!
অসুখটা কেড়ে নেয় অনেক কিছু...!
কাছের মানুষ দূরে সরে যায়... দূরের মানুষ কাছে...!
বদল হয় প্রেক্ষাপট.... প্রকৃতিও মুখ ঢাকে।
সুখের মধ্যেও রয়ে যায় কি অসুখটা...!
কিছু হারানো কিছু পাওয়ার দোলাচলেও
মা আসেন প্রতিবারের মতোই....!
এতোদিনের একঘেয়েমির ক্লান্তিটাকে
এক ঝটকায় সরিয়ে দিতে!
জীবন পারাবারের তরীতে ভাসবে সবাই
তবুও সেই ভেসে যাওয়াতেই থেকে যায়
অনীহা....!!
জীবনের রূপ রস গন্ধ বর্ণ এতো শীঘ্র ছুটি নিতে চায়না.... বারবার পিছু ফেরে...
#স্বরূপা