মিথ্যা-অস্ত্র, দারুন ধারালোকৃত্তিবাস ওঝা 04/11/20
মিথ্যার একটা জীবন আছে এক এক সময় দারুন জীবন্ত আপন সাজে কানেকানে কথা বলে শান্ত পরিবেশ কবে অশান্ত ।
মিথ্যা এক এক সময় দারুণ জীবন্ত হাত পা আছে, শরীর হয় না কান্ত লণ্ডভণ্ড করে দেশ সম্প…
মিথ্যা-অস্ত্র, দারুন ধারালো
কৃত্তিবাস ওঝা
04/11/20
মিথ্যার একটা জীবন আছে
এক এক সময় দারুন জীবন্ত
আপন সাজে কানেকানে কথা বলে
শান্ত পরিবেশ কবে অশান্ত ।
মিথ্যা এক এক সময় দারুণ জীবন্ত
হাত পা আছে, শরীর হয় না কান্ত
লণ্ডভণ্ড করে দেশ সম্পর্ক সংসার
হতে পারে সাময়িক, তবু
মিথ্যা-অস্ত্রের দারুন ধার
একই মিথ্যা সাজিয়ে গুছিয়ে
যদি বলা যায় বারবার
গোয়বেলসিয় কায়দায় ।
মিথ্যা আলোকলতার মত, ভীষণ পরজীবী
সুযোগ পেলে জোকের মত
অন্যের বোধের রক্ত চুষে খায়
মিথ্যা কখনও কখনও দারুণ দস্যি দাপুটে দামাল
মনগড়া চিন্তার জন্য দেয়
পূর্ব অনুমান, গভীরে গিয়ে, না-ভেবে
আজগুবি চিন্তার ছুরিতে শান দেয়
দেশে দেশে সমাজে সংসারে সম্পর্কে
মিথ্যার শানিত আস্ত্রে চলে সত্যের বলিদান ।