Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

অাদিমস্বপন মন্ডল০৭/১১/২০২০
মাঝে মাঝে ভাবি যদি মানুষ না হয়েকোনো পাখি হতাম, বোধহয় ভালো হততাহলে হয়তো,প্রাণময় জীবন খুঁজে পেতাম!নীল অাকাশ অার সবুজের মেলবন্ধনেনিজেকে মেলে ধরতে পারতাম !থাকতো না কোনো বিভীষিকা,কোনো অনুশোচনা,কোনো অনিশ্চিত জ…

 


অাদিম

স্বপন মন্ডল

০৭/১১/২০২০


মাঝে মাঝে ভাবি যদি মানুষ না হয়ে

কোনো পাখি হতাম, বোধহয় ভালো হত

তাহলে হয়তো,প্রাণময় জীবন খুঁজে পেতাম!

নীল অাকাশ অার সবুজের মেলবন্ধনে

নিজেকে মেলে ধরতে পারতাম !

থাকতো না কোনো বিভীষিকা,কোনো অনুশোচনা,

কোনো অনিশ্চিত জীবনের বেড়াজাল !


সভ্যতার সন্ধিক্ষণে দাঁড়িয়েও মানুষ এখনো অজ্ঞাত ৷

সারাক্ষণ শুধু,ব্যর্থ চাহিদার হাতছানি !

পৃথিবী হাতের মুঠোয় পেয়েও,বারবার বিমুখ হয়ে পড়ে

কোনো এক অপূর্ন অাকাঙ্ক্ষার বহিঃশিখায় !


অামরা এতটাই নির্বোধ যে,নিশ্চিত মৃত্যু জেনেও

তবু স্বপ্ন দেখি,কংক্রিট সু'প্রাচীর অট্টালিকার !

অচথ,একটা মরণদায়ী ভাইরাস অথবা ভূমিকম্প

কিংবা প্রাণহীন খরার দাপটে....

নিমিষেই ধংস করে দিতে পারে,মানব সভ্যতাকে!


তবুও অহং মানব,কিছুতেই বদলাতে পারেনা

মানতেও চায়না....তার ,অাদিম স্বভাব !