Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

.          জীবন যুদ্ধকলমে-সব্যসাচী প্রামাণিক তারিখ-৬/১১/২০২০
ভয় কেনো গো প্রিয় তোমার ?        ব্যর্থ হবার ক্ষণ !হাল ধরো গো      শক্ত হাতে,        শক্ত করো মন ।
জীবন নদীর     গতি ধারায়      থমকে গেলে রথ-চলতে বাধা       কঠিন হলে      …

 


.          জীবন যুদ্ধ

কলমে-সব্যসাচী প্রামাণিক 

তারিখ-৬/১১/২০২০


ভয় কেনো গো প্রিয় তোমার ?

        ব্যর্থ হবার ক্ষণ !

হাল ধরো গো      শক্ত হাতে,

        শক্ত করো মন ।


জীবন নদীর     গতি ধারায়

      থমকে গেলে রথ-

চলতে বাধা       কঠিন হলে 

       পাল্টে নিও পথ ।


দৃষ্টি ভঙ্গি    বদলে ফেলো 

      বদলে যাবে দিন ।

লড়াই করো, ভরসা রাখো

         মুক্ত হবে ঋণ ।


যুদ্ধ কভু      থামবে নাকো

       জীবন যত দিন ।

পথ টি পেতে    রুক্ষ পথে 

       ভ্রমণ ক্লান্তি হীন ।


প্রাণের মাঝে    শক্তি ধরো,

       মুক্ত করো ভয় ।

আপন তেজে  লড়াই করো,

     আসবে ফিরে জয় ।