Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ-গদ্য কবিতাশিরোনাম-"প্রেমে টানে.."কলমে-শ্রী মদন মন্ডলতারিখ- ০৪.১১.২০২০***********************এখন সামন্য দূরত্ব ?ভেবে দেখেছো কী ?আলোকর্ষ কণ্টকীর্ণ পথ অতিক্রমের শেষে,এসেছি তব সম্মুখে,যেমন রাধ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ-গদ্য কবিতা

শিরোনাম-"প্রেমে টানে.."

কলমে-শ্রী মদন মন্ডল

তারিখ- ০৪.১১.২০২০

***********************

এখন সামন্য দূরত্ব ?ভেবে দেখেছো কী ?

আলোকর্ষ কণ্টকীর্ণ পথ অতিক্রমের 

শেষে,এসেছি তব সম্মুখে,

যেমন রাধিকার সখীগনে সকল বাধা ও নিন্দাকে

চরণে ফেলিয়া ,কৃষ্ণের সম্মুখে দুটি হাত দুলে

উষ্ণ ও নগ্ন শরীরে প্রেম পরীক্ষায়

বস্ত্রের নিবেদন করিয়া ছিল |

সেই রূপ তোমার নগ্ন ও উষ্ণ দেহের নিকট

দেশে ফিরিয়া বঙ্গোপসাগরে শীতল বাতাসে 

আঁখি ভেজা চোখে ,

অদৃশ্য জাপানের ফুজিয়ামায় অগ্নিদহনের পর-

ছুটে যাবো, ফ্রান্সের ভোজ ও ব্ল্যাকফরেস্ট কে

চুম্বনের মধ্য দিয়া বন্যা আহন করিতে,

 চাই রাইন নদীতে |

আমার বাইশ বছরে ভরা যৌবনে ইচ্ছা করে

তোমার কণ্ঠে গান গেয়ে ও আদর করে 

মিশিয়ে দিতে চাই সকল পূর্ণিমা ও আফ্রিকার মত

গাঢ় অমবস্যার মত সকল দুঃখ গুলি |

আমি বিমানের টিকিট সংগ্রহ করিয়াছি,

কেবলই তোমার ছবি আমার হৃদ মাঝারে

নকশীকাঁথার মাঠের মত বুননের জন্য |

বসে বসে ভাবি ,আমি সারাদিন, কি করে

দ্রুত পৌছবো তোমার সম্মুখীন |

যখন শরীরের মধ্যে বন্দী প্রাণ পাখি টার

সুপ্ত ইলিশের ভাজা গন্ধ বা তেঁতুল

দেখিয়া জিহ্বায় জলের মত

দিবস রজনী কেবলই ইচ্ছে করে কৃষ্ণ চূড়ায়

কানুর মত বাঁশি বাজাতে,

ইচ্ছে করে তোমার ভালবাসায় মমতাজের তাজমহল

বানাতে |