কবিতা : অবহেলাকলমে : জয়ন্ত ভট্টাচার্যতারিখ : ০৪/১১/২০২
নীরব নিশি পানে উন্মিলিত আঁখি দুটি অপার বিস্ময়ে জাগে সমুখে তারকা রাশি রাশি ।
বিনিদ্র রজনী জাগে , মন স্নিগ্ধ জোছনার পরশ নিয়ে গায়ে ,অপার এক শান্তি মনের দ…
কবিতা : অবহেলা
কলমে : জয়ন্ত ভট্টাচার্য
তারিখ : ০৪/১১/২০২
নীরব নিশি পানে
উন্মিলিত আঁখি দুটি
অপার বিস্ময়ে জাগে
সমুখে তারকা রাশি রাশি ।
বিনিদ্র রজনী জাগে , মন
স্নিগ্ধ জোছনার পরশ নিয়ে গায়ে ,
অপার এক শান্তি মনের দরজায়
কড়া নাড়ে , এক বদ্ধ অবচেতনায়।
জন্মের পর হতে একটি মাত্র শব্দ
বার বার দাগ কেটে যায় মনে , অবহেলা
এখন মেনে নিয়েছি মজ্জায় মজ্জায়
নতুন কিছু এলেও মুখ ফিরাতে পারি অবলিলায়।
সুনীল সমুদ্র যেমন বহে চলে অবিরাম
নানা অত্যাচার , অবহেলা সহে সহে
তবুও সে তুলে আনে নীল রঙ তার জলে
গভীরতা তার রোজ রোজ মেপে মেপে ।
দৃষ্টি নন্দন তার ব্যাপ্তি বারে বার আসে
জানাতে তার ব্যথা, বালুকাবেলায়
ঢেউয়ের পরে ঢেউ দিয়ে দিয়ে
এক নিঃস্ফল আকুল আবেদনে ।
অবহেলা , তুমি দিয়েছো যাতনা অতি সঙ্গোপনে
তিল তিল করে চেয়েছো মনের মরণ
যান্ত্রিক করে রেখেছিলে তুমি আমায়
রক্ত মাংসের এক দেহ , করে, হৃদয়হীন একজন।
দেরি হলেও বুঝেছি সকলি এখন
সচল রেখেছি রক্তের চলাচল
হৃদয়ের পাশে মনকে যত্ন করে
ভালোবাসা খুঁজি রাতের অন্ধকারে ।
অবহেলা , হেরে গেছো আজ তুমি
মন পেয়েছে তার মনের মানুষকে আজ খুঁজে
শিউলি, চামেলী, গোলাপ, রজনীগন্ধার গন্ধ নিয়ে
নতুন জীবনের নতুন এক আস্বাদনে ।
জয়ন্ত ভট্টাচার্য ।@