Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

আশা জাগানো একটি কবিতাহাবিবুল ইসলাম১৯/১১/২০২০***************হে কবি যতই লেখো দিন বদলের কথা,দিন বদলাবে না।তোমার লেখা কবিতা গুলোএকদিন তোমাকেই বিদ্রুপ করে বলবে,তোমার কবিতাপরিবর্তন আনতে পারে না।তবুও লেখতে হবে,পরিবর্তনের স্বপ্ন দেখতে হব…

 


আশা জাগানো একটি কবিতা

হাবিবুল ইসলাম

১৯/১১/২০২০

***************

হে কবি 

যতই লেখো দিন বদলের কথা,

দিন বদলাবে না।

তোমার লেখা কবিতা গুলো

একদিন তোমাকেই বিদ্রুপ করে বলবে,

তোমার কবিতা

পরিবর্তন আনতে পারে না।

তবুও 

লেখতে হবে,

পরিবর্তনের স্বপ্ন দেখতে হবে।

জানি 

এ পৃথিবী সহজে বদলাবে না,

তাই বলে থেমে থাকতে পারি না।

তুমি যতই

পৃথিবীর সব ধর্ম গ্রন্থের পাঠ নিয়ে ছড়িয়ে দাও,

কেউ হৃদয়ে ধারণ করবে না।

নষ্টের নেশায় আসক্ত মন

নষ্টামি  ছাড়বে না।

তবুও 

লেখতে হবে,

আগামী দিনের সোনালী স্বপ্নের

আশায় বাঁচতে হবে।

জানি 

এ পৃথিবী পাপের বিষে বিষাক্ত,

লোভ

হিংসা

স্বার্থপরতা

আর ব্যভিচারের জীবানুরা 

দাপিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবী জুড়ে,

একে একে আক্রান্ত হচ্ছি আমরা সবাই।

এসব,

সহজে কিছুই বদলাবে না।

তবুও 

আমাকে লেখতেই হবে

দেখতে হবে পরিবর্তনের স্বপ্ন।

লেখতে হবে

আশা জাগানো একটি কবিতা।