Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা:-"নতুন ঢেউ"কলমে:- দেবাশিস সেনগুপ্ত। ১৯-১১-২০২০
প্রথম যেদিন তরী খানা মায়ের কোলে ভিড়লে,জীবন নদে তরী পরে সেদিন থেকে উঠলে।চলল তরী হালটা ধরা, মায়ের হাতে বাবার হাতে ভাটার টানে চলছে তরী, জোয়ার জলে উঠছে মেতে। উজান পথে চলছ…


 কবিতা:-"নতুন ঢেউ"

কলমে:- দেবাশিস সেনগুপ্ত। 

১৯-১১-২০২০


প্রথম যেদিন তরী খানা মায়ের কোলে ভিড়লে,

জীবন নদে তরী পরে সেদিন থেকে উঠলে।

চলল তরী হালটা ধরা, মায়ের হাতে বাবার হাতে 

ভাটার টানে চলছে তরী, জোয়ার জলে উঠছে মেতে। 

উজান পথে চলছে যখন, যাচ্ছে বয়ে মনের বলে 

ছন্দ তাহার কত রকম, রঙ্গ তাহার পলে পলে।

ওঠা পড়া হরেক রকম, হরেক রকম ধন্দ 

কত রকম বোঝাপড়া, কত না ভাল মন্দ।

চলছে তরী কূলে কূলে এক এক জনা নামছে 

আসছে কেউ নতুন করে আনন্দেতে ভাসছে। 

নামবে যখন নায়ের মাঝি, দাঁড়টা তখন তোমার হাতে,

এগিয়ে তোমায় যেতে হবে কালের টানে জীবন পথে।

যেদিন তোমার আসবে পালা, দাঁড়টা ছাড়তে হবে

তোমায়; 

দাঁড়িয়ে আছে সবাই তখন তোমায় ঘিরে অশ্রুধারায়।

চড়বে তুমি ফুলে ঢাকা সুসজ্জিত স্বর্গ রথে,

ছুটবে গাড়ি, শেষ যাত্রা--শ্মশান পথে।।

এবার আবার নতুন তরী, যাত্রা তোমার নতুন লোকে

তোমার কর্ম, তোমার স্মৃতি থাকবে পড়ে বিশ্বলোকে। 

ছেড়ে যাওয়া তোমার তরীর হাল ধরবে অন্য কেউ;

জীবন নদে চলার পথে- উঠবে আবার নতুন ঢেউ।