Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে আতসবাজির পরিবর্তে উৎসাহ দিতে মাটির প্রদীপ বিতরণ

বর্তমানে চলছে করোণা কাল। কেবল পশ্চিমবঙ্গ নয় সারা বিশ্বব্যাপী চলছে ভয়ংকরতম দুঃসময়। বাঙালির বড় পুজো শেষ হওয়ার পরেই এসেছে দীপাবলির উৎসব, যে উৎসবে ছোট থেকে বড় সবাই আজ মাতবে আতসবাজি পুড়িয়ে। আদালত সমস্ত রকম বাজি নিষিদ্ধ করে…বর্তমানে চলছে করোণা কাল। কেবল পশ্চিমবঙ্গ নয় সারা বিশ্বব্যাপী চলছে ভয়ংকরতম দুঃসময়। বাঙালির বড় পুজো শেষ হওয়ার পরেই এসেছে দীপাবলির উৎসব, যে উৎসবে ছোট থেকে বড় সবাই আজ মাতবে আতসবাজি পুড়িয়ে। আদালত সমস্ত রকম বাজি নিষিদ্ধ করে রায় দিয়েছে মহামারীর সময় বাজি পড়ানো আত্মহত্যার শামিল। সমস্ত কিছুকে সামনে রেখেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজারের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সচেতন মূলক এক ভিন্ন স্বাদের কর্মসূচি পালন করল। বিশেষ করে ছোটরা যাতে না এবছর আতসবাজি ব্যবহার করে সে বিষয়ে উৎসাহ দিতে তাদের মধ্যে পোড়ামাটির সুদৃশ্য প্রদীপ বিতরণ করল। সেই সঙ্গে বাচ্চাদের দেওয়া হলো মাস্ক, স্যানিটাইজার,চকলেট কেক ও প্রচারপত্র। সংস্থার পক্ষে সভাপতি অভিজিৎ সামন্ত ও নুকুল দাস বলেন গত 7 মাস ধরে করোণা কে নির্মূল করার জন্য লড়াইয়ের ময়দানে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও এই লড়াই জারি থাকবে। এদিনের এই কর্মসূচিতে রনি তাপসের মত অনেক শিশুই প্রদীপ সহ অন্যান্য উপহার পেয়ে কথা দিয়েছে, না এবারে আমরা বাজি ফাটাবো না,আগে করোনা কে তাড়াবো।

বাবলু বন্দ্যোপাধ্যায় , কোলাঘাট