Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দক্ষিনেশ্বরের ভবতারিণী মন্দিরে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

তরুন চট্টোপাধ্যায়, কলকাতা
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন বাংলা সফরে।লক্ষ্য একুশের বিধান সভা ভোট ও বাংলা থেকে তৃনমূলের পতন।গতকাল বাঁকুড়া সফরে গিয়ে নানা কর্মসূচি পালন করে রাতে আকাশ পথে কলকাতা ফিরেছেন।সেখানে এক আদিবাসী বাড়িতে …

 

অমিত শাহ। ছবি সংগৃহীত
তরুন চট্টোপাধ্যায়, কলকাতা

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন বাংলা সফরে।লক্ষ্য একুশের বিধান সভা ভোট ও বাংলা থেকে তৃনমূলের পতন।গতকাল বাঁকুড়া সফরে গিয়ে নানা কর্মসূচি পালন করে রাতে আকাশ পথে কলকাতা ফিরেছেন।সেখানে এক আদিবাসী বাড়িতে সেরেছেন মধ্যাহ্নভোজ ।

আজ সকালেই চলে গিয়েছিলেন দক্ষিনেশ্বরের কালী মন্দিরে।সেখানে মা ভবতারিণীর পূজা দেন।মায়ের কাছে কামনা করেন নিজ দলের জয়।পশ্চিমবঙ্গের পুরানো গৌরব যাতে ফিরে আসে সেই জন্য ও তিনি নাকি প্রার্থনা করেন।যে গৌরব ধূলিসাত্ হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের রাজত্ব কালে।

পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি তে আদিবাসী ও মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে।

গতকালের মতো আছ মধ্যাহ্নভোজ সারবেন বাগুইআটির এক মতুয়া পরিবারে।

মধ্যাহ্নভোজের মেনুতে রয়েছে ভাত ,ছোলার ডাল, মুগের ডাল, পনির, বেগুন ভাজা, শুক্তো, চাটনি ও নলেন গুড়ের পায়েস।রুটি ও রাখা হবে।

মধ্যাহ্নভোজের পর আরো কিছু কর্মসূচী তে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী ।