তরুন চট্টোপাধ্যায়আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেলেন সঙ্গীত জগতের নক্ষত্র পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। আর এই আসা নিয়ে আপ্লুত পন্ডিত অজয় চক্রবর্তী ।অমিত শাহ তাঁর তৈরি ছোটদের গানের ইস্কুল পরিদর্শন করলেন। ছোটদের গান ও শুনলেন।নিন্দু…
![]() |
ছবি সংগৃহীত |
তরুন চট্টোপাধ্যায়
আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেলেন সঙ্গীত জগতের নক্ষত্র পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। আর এই আসা নিয়ে আপ্লুত পন্ডিত অজয় চক্রবর্তী ।
অমিত শাহ তাঁর তৈরি ছোটদের গানের ইস্কুল পরিদর্শন করলেন। ছোটদের গান ও শুনলেন।
নিন্দুকদের সব কল্পনাতে জল ঢেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর অজয় চক্রবর্তী কথা বললেন শুধু সঙ্গীত জগত নিয়ে । সেখানে রাজনীতির ছিঁটে ফোঁটাও ছিল না।তাই পন্ডিত বললেন জয় হলো সঙ্গীতের।
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কর্মসূচির মধ্যে সময় নিয়ে এখানে আসাতে খুশি অজয় চক্রবর্তী ।
ফেরার সময় অমিত শাহ বলে গেলেন দিল্লি এলে আমার বাড়িতে আসবেন। আমার বাড়িতে আসার কথায় ছিল আতিথেয়তার সুর।
ছোটদের গানের ইস্কুল দেখে স্বরাষ্ট্রমন্ত্রী খুশি।
পন্ডিত অজয় চক্রবর্তী মনে করেন এটি তার গুরুদেব দের দান। তারা আজ নেই। কিন্তু স্বর্গ থেকে সকলেই দেখলেন। জয় হলো সঙ্গীতের।