সোনার বাংলা গড়তে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।গতকাল বৃহস্পতিবার বাঁকুড়ার মাটিতে পা রেখেই বললেন বাংলায় বিজেপি দল ভোটে দুই তৃতীয়াংশ আসন দখল করবে।আর দল বাংলায় ক্ষমতা দখলের পরেই নরেন্দ্র মোদির নেতৃত্বে সোনার বাংলা তৈর…
 |
ছবি সংগৃহীত
|
সোনার বাংলা গড়তে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।গতকাল বৃহস্পতিবার বাঁকুড়ার মাটিতে পা রেখেই বললেন বাংলায় বিজেপি দল ভোটে দুই তৃতীয়াংশ আসন দখল করবে।আর দল বাংলায় ক্ষমতা দখলের পরেই নরেন্দ্র মোদির নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে।
অমিত শাহের পা বাংলায় পড়ার পর থেকেই বিজেপি দল নতূন করে অক্সিজেন পাবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন।এদিকে তাঁর হেলিকপ্টার বাঁকুড়ার মাটি ছোঁয়ার পরেই তিনি হুঙ্কার দিলেন বাংলার তৃনমূল দলকে।মমতা বন্দোপাধ্যায়ের তৃনমূল কে এ রাজ্য থেকে উৎখাত করাটাই তার লক্ষ্য ।
অমিত শাহের এ হেন উক্তি শোনার পর তৃনমূলের অভিজ্ঞ সাংসদ সৌগত রায় কটাক্ষ করে জানান উনি দিবা স্বপ্ন দেখছেন।বাংলার মাটি এত অনুর্বর নয়।অমিত শাহের বোঝা উচিত ছিল এখানে তৃনমূলের উন্নয়নের ভীত অতি গভীরে ।অমিত শাহ দুই তৃতীয়াংশ কেন ,এখানে জিতে দেখাক।
সোনার বাংলা প্রসঙ্গে সৌগত রায় বলেন বিজেপি তো বেশ কিছু রাজ্যের ক্ষমতায় রয়েছে।সেখানে কি সোনার রাজ্য হয়েছে।
উওরপ্রদেশ ,গুজরাত ও কর্নাটকের নাম করে সৌগত রায় বলেন তাহলে তো ধরে নিতে হয় এই রাজ্য গুলি সোনার হয়ে গেছে।সে ব্যাপারে অমিত শাহ চুপ কেন।
আসলে বিজেপি দল ভেবেছিলেন বাংলায় এসে অমিত শাহ হয়তো অনেক কিছু উপহার দিয়ে যাবেন।কিন্তু এখনো পর্যন্ত ঐ সোনার বাংলা হবে এর বাইরে তেমন কিছু দিলেন না।শুধু বললেন তৃনমূলের মৃত্যু ঘন্টা বেজে গেছে।কিন্তু রাজ্যবাসীর কানে তো এখনো পৌঁছাতে পারেনি সেই ঘন্টা ধ্বনি।তবে অমিত শাহ যে বাজিয়ে দিয়েছেন তা সত্যি ।
বাঁকুড়ার চতুরডিহি গ্রামের বাসিন্দা আদিবাসী বিভীষন হাঁসদার বাড়িতে এদিন মধ্যাহ্নভোজ সারেন স্বরাষ্ট্রমন্ত্রী ।আর এটিকেও লোক দেখানো নাটক বলে আখ্যা দেন সাংসদ সৌগত রায় ।তিনি বলেন আদিবাসী রা ভালো করে জানেন কে তাদের শত্রু কে মিত্র ।বিজেপি দল উচ্চবর্ণের পার্টি ।আর এটি বড়লোকদের দল।এরা আম্বানি আদানীদের নিয়ে মাথা ঘামায় ।গ্রামের আদিবাসী ও নিচু তলার মানুষ দের নিয়ে এদের ভাবার সময় কোথায় ।
গতকাল নানা কর্মসূচি ছিল অমিত শাহের।এর মধ্যে হেলিকপ্টার থেকে নেমে তিনি যান বাঁকুড়ার পুয়াবাগান মোড়ে।এখানে বীরসা মুন্ডার মূর্তিতে পুষ্পদান করেন।বেলায় যোগ দেন রবীন্দ্রভবনে দলের সাংগঠনিক বৈঠকে।এর পর মধ্যাহ্নভোজ ।সব পদ ছিল নিরামিষ ।কাঁসার থালা বাটিতে স্বরাষ্ট্র মন্ত্রী কে খেতে দেওয়া হয়।সাংসদ সৌমিত্র খাঁ সকাল থেকেই ব্যস্ত ছিলেন রান্নার তদারকিতে।মধ্যাহ্নভোজের পর বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট দের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী ।
এদিকে তৃনমূল দলের ফিরদাস হাকিম বলেন আদিবাসী দের উন্নয়নের জন্য যা করেছেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ই করেছেন।বিজেপি এখানে ফাঁকা রাজনীতি করছে।উওরপ্রদেশের দলিত মেয়ে দের ধর্ষণ করে মেরে ফেলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ।সে সব কথা কোথায় ।
স্বরাষ্ট্রমন্ত্রী দিনভোর বাঁকুড়াতে কর্মসূচী সেরে রাতেই আকাশ পথে ফিরে যান কলকাতা ।রাতে নিউটাউনের হোটেলেই থাকলেন।
আজ শুক্রবার ও স্বরাষ্ট্রমন্ত্রীর নানা কর্মসূচি রয়েছে।
তরুন চট্টোপাধ্যায়