তরুন চট্টোপাধ্যায় বুধবার নন্দকুমারের বিধায়ক সুকুমারদের চোখে জল ছিল। এর কারন বুধবার নন্দকুমারের ব্লক সভাপতি হিসেবে নাম আসে সুকুমার বেরার। এতদিন বিধায়ক নিজেই এটি দেখতেন।সকালে জেলা সভাপতি নতূন কমিটির নাম ঘোষনা করার পর এই ছবি দেখা যা…
তরুন চট্টোপাধ্যায়
বুধবার নন্দকুমারের বিধায়ক সুকুমারদের চোখে জল ছিল। এর কারন বুধবার নন্দকুমারের ব্লক সভাপতি হিসেবে নাম আসে সুকুমার বেরার। এতদিন বিধায়ক নিজেই এটি দেখতেন।সকালে জেলা সভাপতি নতূন কমিটির নাম ঘোষনা করার পর এই ছবি দেখা যায় ।
আজও সেই বিধায়কের চোখে জল।আর তার কারন তিনি মাত্র কজন কে নিয়ে তৃনমূলের হয়ে মানুষের ঘরে ঘরে গিসলেন।চোখের সামনে দলটি ধ্বংস হয়ে যাচ্ছে তাই চোখে জল।
সুকুমার দে বিধায়ক নন্দকুমারের ।আর এক সুকুমার বেরা এখন ব্লক সভাপতি । ব্লক সভাপতি পদ থেকে না সরালে সুকুমার দে যে দল ছাড়ছেন সে কথা নিজ মুখেই বললেন।
পূর্ব মেদিনীপুর এতদিন ছিল শুভেন্দু অধিকারী কে নিয়ে সরগরম। অবশ্য সে রেশ এখনো কমেনি। এবার নন্দকুমারের বিধায়ক সেই সরগরমটি আরো বাড়িয়ে দিল। মিডিয়ার নজর এখন নন্দকুমারের বিধায়কের দিকেও।