তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা আজ সকাল দশটার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার বাঁকুড়ার মাটি ছোঁবার পরেই তিনি যান পুয়াবাগানে।সেখানে বীরসা মুন্ডার মূর্তিতে পুষ্পদান করে শুরু করেন তার বাঁকুড়া সফর।বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে ই অমিত …
![]() |
অমিত শাহ ---- ছবি সংগৃহীত |
তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা
আজ সকাল দশটার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার বাঁকুড়ার মাটি ছোঁবার পরেই তিনি যান পুয়াবাগানে।সেখানে বীরসা মুন্ডার মূর্তিতে পুষ্পদান করে শুরু করেন তার বাঁকুড়া সফর।
বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে ই অমিত শাহ মমতার তৃনমূল দলকে বাংলা থেকে উৎখাতের আহ্বান জানান।
আসন্ন বিধান সভার ভোটে দুই তৃতীয়াংশ আসন থাকবে বিজেপির দখলে।অমিত শাহের এ হেন উক্তি কে দিবা স্বপ্ন বলে আখ্যা দেন তৃনমূল সাংসদ সৌগত রায় ।
ভোটে জিতলে সোনার বাংলা গড়া হবে, অমিত শাহের এই উক্তি তে সৌগত রায় আবার বলেন তা হলে কি উওরপ্রদেশ, গুজরাত ও কর্নাটক সোনার রাজ্য হয়ে গেছে।
আদিবাসী অধ্যুষিত বাঁকুড়া কে তিনি বেছে নেন সভাস্থল হিসাবে।আজ এখানে নানা কর্মসূচি তে যোগদান করেন।
আর এই কারনে তৃনমূলের ফিরদাস হাকিম জানান আদিবাসী দের উন্নয়নের জন্য মমতা বন্দোপাধ্যায় থেকে কেউ বেশি কাজ করতে পারেনা।বিজেপি শাসিত রাজ্যে দলিত দের ধর্ষণ করে মেরে পুড়িয়ে দেওয়া হচ্ছে ।
দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজ সারেন চতুরডিহি গ্রামের বাসিন্দা আদিবাসী বিভিষন হাঁসদার বাড়িতে ।আদিবাসী বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজ নিয়ে সৌগত রায় বলেন এটি লোক দেখানো নাটক।আদিবাসী দের কথা বিজেপি মনে রাখেনা।ওরা আদানি আম্বানি দের নিয়ে চলে।
এদিন মধ্যাহ্নভোজের সব পদ ছিল নিরামিষ ।স্বরাষ্ট্রমন্ত্রীর খাওয়া দাওয়া সমস্ত টি তদারক করেন সাংসদ সৌমিত্র খাঁ নিজে।
দুপুরে রবীন্দ্র ভবনে দলের সাংগঠনিক বৈঠক করেন।
তারপর বিভিন্ন সংস্থা ও বিশিষ্ট জন দের সঙ্গে কথাবার্তা বলেন।
সারাদিন কর্মসূচী সেরে স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ পথেই কলকাতা ফিরে আসেন।