অণুগল্প বীরবধূ কথাছবি কর
সুমনাদেবী বরণডালায় সিঁদুরেরকৌটো, মিষ্টি , পানসুপুরি , ধানদুর্বা সাজিয়ে লালপাড়ের গরদেরশাড়ি , মানানসই গয়নাগাটি পরে সিঁদুর খেলে বাড়ি ফিরে স্বামীকে প্রণাম করে বল…
অণুগল্প
বীরবধূ
কথাছবি কর
সুমনাদেবী বরণডালায় সিঁদুরেরকৌটো, মিষ্টি , পানসুপুরি , ধানদুর্বা সাজিয়ে লালপাড়ের গরদেরশাড়ি , মানানসই গয়নাগাটি পরে সিঁদুর খেলে বাড়ি ফিরে স্বামীকে প্রণাম করে বললো , 'আশীর্বাদ করো যেন সিঁদুর মাথায় নিয়েই স্বর্গে যেতে পারি' ।
পঁচিশের বিধবা পুত্রবধূ ছুটে গিয়ে স্বামীর ফটো ধরে অঝোরে কেঁদে ফেললো ।
সুমনাদেবী : বিজয়ারদিন কাঁদতে নেই , জানিসনা । ওঠ মা , তোর সিঁথি রাঙিয়ে দিই , মায়ের আশীর্বাদের সিঁদুর দিয়ে ।
--মা আমি অপয়া বিধবা। ধরে রাখতে পারিনি তোমার ছেলেকে ।
সুমনাদেবী বৌমার মাথায় সিঁদুর পরিয়ে বললো , আমার আত্মজ আমাদের মনে , দেশমায়ের কোলে ঘুমোচ্ছে । শহীদদের মৃত্যু নেই ; অমর ।
সুমনাদেবীর স্বামী : শহীদদের মাবাবা বীরমাতা , বীরপিতা, শহীদের স্ত্রী বীরবধূ । বৌমা, শক্ত হও । তোমার পেটের সন্তানের মধ্যেই ও বেঁচে আছে ।
( শব্দসংখ্যা ১০০)